সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এসিতেও বরফ জমে, কারণ জানলে অবাক হবেন! 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

এসিতেও বরফ জমে, কারণ জানলে অবাক হবেন! 

গরম থেকে মুক্তি পেতে এখন অনেক বাড়িতেই এসি লাগানো হয়। সূর্যের দাপটের সঙ্গে টেক্কা দিতে এই যন্ত্রের বিকল্প কমই আছে। তবে এসি সম্পর্কে অনেকেই ছোটোখাটো বিষয় মাথায় রাখেন না। ফলে যখন তখন খারাপ হতে পারে এসি। 

খেয়াল করে দেখবেন, এসি মেকানিকরাও বারবার এসি ও ফ্যান একসঙ্গে চালাতে মানা করেন। চালালেও খুব কম স্পিডে চালাতে বলেন। জানলে অবাক হবেন ফ্রিজের মতো এসিতেও বরফ জমতে পারে। কিন্তু কেন এসিতে বরফ জমে, কোন অংশে জমে? এসিতে বরফ জমলে কী কী ক্ষতি হয়? চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


ac6

এসিতে বরফ জমার অন্যান্য কারণগুলো হলো:

১. এসির গ্যাস শেষ হয়ে গেলে বরফ জমে: 

এসির গ্যাস প্রায় শেষের দিকে চলে এলে এয়ার কন্ডিশনার সিস্টেমের কর্মক্ষমতাও প্রভাবিত হতে শুরু করে। কারণ গ্যাস কম থাকলে বাষ্পীভবনের কয়েলে বরফ তৈরি হতে শুরু করে। ইভাপোরেটর ঘরের ভেতরের ঠান্ডা করার জন্য কাজ করে কিন্তু গ্যাস কম থাকার কারণে বরফ তৈরি হতে শুরু করে। ফলে ঠান্ডা হওয়ার হার কমে যায়। 


বিজ্ঞাপন


২. এসির ফিল্টার নোংরা হলে বরফ জমে:

নোংরা ফিল্টার এবং ব্লক হয়ে যাওয়া এসি ভেন্টের কারণে বায়ুপ্রবাহ কমে যায়। ফলে কয়েলে বরফ তৈরি হয়। বায়ুপ্রবাহে বাধার কারণে, কয়েল ঠান্ডা হয়ে যায় এবং বাতাসে আর্দ্রতার কারণে বরফ তৈরি হতে শুরু করে। এতে ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায়। এই সমস্যা এড়াতে নির্দিষ্ট সময় পর পর এসির ফিল্টার পরিষ্কার করাটা প্রয়োজনীয়।

ac7

৩. থার্মোস্ট্যাটের সমস্যার কারণে এসিতে বরফ জমে:

থার্মোস্ট্যাটের সমস্যা হলে এসিতে বরফ জমতে পারে। এক্ষেত্রে ঘর ঠান্ডা করার জন্য আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে এসি চালাতে হতে পারে। ফলে এসির কয়েলগুলো ঠান্ডা হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতেও বরফ তৈরি হতে পারে। থার্মোস্ট্যাট ক্ষতিগ্রস্ত হলে এটি এসির তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এমন সমস্যা এড়াতে, নিয়মিত এসি রক্ষণাবেক্ষণ করুন। থার্মোস্ট্যাটটিও পরীক্ষা করুন

এসিতে যেন বরফ না জমে সেজন্য করণীয়: 

এসব সমস্যা এড়াতে নিয়মিত এসির রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। বড় ধরনের ক্ষতি এড়াতে এসির ফিল্টার পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। এসির গ্যাস শেষ হয়ে গেলে নতুন করে গ্যাস রিফিলের ব্যবস্থা করুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর