গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হালকা বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রার খুব একটা হেরফের হচ্ছে না। বরং আবহাওয়া অফিস তাপদাহের আগাম সতর্কবার্তা দিচ্ছে। বাড়তি তাপে স্বস্তি পেতে তাই এই গরমে বেশিরভাগ মানুষ ভরসা রাখছেন এসির ওপর। ঘন্টার পর ঘণ্টা চালু রাখছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি। আপনিও কি তাদের একজন? নিজের অজান্তেই বিপদ ডাকছেন না তো?
তাপমাত্রাকে সহনশীল মাত্রায় রাখতে এসি ভীষণ কার্যকর একটি যন্ত্র। তবে এটি কত তাপমাত্রায় চালানো উচিত, কতক্ষণ চালানো উচিত সেসব বিষয়েও জেনে রাখা দরকার। এসি ব্যবহারে সতর্ক থাকবে কীভাবে, জানুন তার উপায়-
বিজ্ঞাপন

রক্ষণাবেক্ষণে যেন ত্রুটি না থাকে
এসি বিস্ফোরণের অন্যতম বড় কারণ রক্ষণাবেক্ষণে ত্রুটি। যন্ত্রটি কেনার পর একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়েই ইন্সটল করান। আনাড়ি মানুষ দিয়ে এমন যন্ত্র ইন্সটল করা উচিত নয়। কারণ যন্ত্রের ভেতরের ও বাইরের অংশ ঠিকমতো বসানো না হলে বিপদের ঝুঁকি থেকে যায়। আউটডোর মেশিনটি ঠিকমতো বসানো হয়েছে কি না, কোন জায়গা বসানো হয়েছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
নিয়মিত সার্ভিসিং করান
যাদের বাড়িতে বেশিক্ষণ এসি চলে তাদের নিয়ম করে যন্ত্রটি সার্ভিসিং করাতেই হবে। নাহয় মেশিনের ফিল্টারে ধুলোবালি জমে তা থেকে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেকে গ্যাস পরীক্ষা না করিয়ে দিনের পর দিন এসি চালাতে থাকেন। ফলে ঘর তো ঠান্ডা হয়ই না বরং কম্প্রেসার গরম হয়ে বাড়ে বিস্ফোরণের ঝুঁকি।

আউটডোর ইউনিট ঢেকে রাখবেন না
এসির আউটডোর ইউনিটটি রোদ থেকে বাঁচাতে ভুলেও ঢেকে রাখবেন না। অনেকেই প্লাস্টিক বা কাপড় দিয়ে বাইরের ইউনিট ঢেকে রাখেন। এমন করলে তাপ বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।
এসির তাপমাত্রা কত রাখা উচিত?
এসি তো চালান কিন্তু তাপমাত্রা কত রাখেন? অনেকে দীর্ঘসময় ১৬ বা ১৮ ডিগ্রি তাপমাত্রায় এসি চালিয়ে রাখেন। এতে কম্প্রেসারের ওপর চাপ পড়বে। বেশিক্ষণ যদি এসি চালাতে হয় তাহলে ২৪-২৬ ডিগ্রিতে রাখুন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

এসি কতক্ষণ চালানো উচিত?
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা এসি চালাবেন না। এতে কম্প্রেসার তাড়াতাড়ি গরম হয়ে যাবে। চেষ্টা করবেন ১ ঘণ্টা টানা এসি চালানোর পরে অন্তত ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে। টানা ৪ থেকে ৬ ঘণ্টা কখনই এসি চালিয়ে রাখা ঠিক নয়। আর যদি ঘণ্টা দুয়েক টানা এসি চালান তার এর মধ্যে ১ ঘণ্টার বিরতি দিতেই হবে।
এনএম

