সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাবদা মাছের তেল ঝাল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

পাবদা মাছের তেল ঝাল রেসিপি

অনেকেরই প্রিয় মাছের তালিকায় আছে পাবদা মাছ। এই মাছে কাঁটা কম থাকায় ছোট-বড় সবাই এটি পছন্দ করে। এই গরমে রান্না করতে পারেন পাবদা মাছের তেল ঝাল। কীভাবে রান্না করবেন? জানুন তার রেসিপি- 

উপকরণ


বিজ্ঞাপন


পাবদা মাছ- ৬ পিস
লবণ- স্বাদমতো 
হলুদ- ১/২ চা চামচ

pabda2
কালো জিরা- ১/৪ চা চামচ
সরিষার তেল- ২ টেবিল চামচ
রসুন- ৫ থেকে ৬ কোয়া
কাশ্মীরি লাল মরিচের গুঁড়া- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
কাঁচা মরিচ- ২-৩ টি
ধনেপাতা কুচি

pabda3

প্রণালি 


বিজ্ঞাপন


মাছগুলো ভালো করে ধুয়ে নিন। লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল মেখে রাখুন কিছুক্ষণ। 

এবার যে পাত্রে মাছ রান্না করবেন সেই পাত্রে ১ চামচ হলুদ, কালো জিরা, ১ চামচ মরিচ গুঁড়ো, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট আর ২ চামচ সরষের তেল দিন। এবার এর মধ্যে সামান্য ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

pabda4

এবার অল্প আঁচে কড়াই বসিয়ে তাতে দুটো মরিচও দিয়ে দিন। অন্য একটি কড়াইতে সরিষার তেল গরম করে মাছ ভেজে নিন। এরপর ভাজা মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিন তেল ঝোলের মধ্যে।

প্রয়োজন অনুযায়ী আরেকটু পানি দিয়ে তেল ঝোল আর মাছ কষিয়ে নিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার পাবদা মাছের তেল ঝাল। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর