সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মা’ দিবসের আয়োজন নিয়ে রঙ বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

MOTHERS DAY 2025 BANGLADESH

কবি বলেছিলেন ‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই।’ সন্তানের সঙ্গে মায়ের যে নাড়ির সম্পর্ক সে সম্পর্ক মধুর তো অবশ্যই, একই সঙ্গে সে সম্পর্ক স্নেহের, মমতার, শ্রদ্ধার। 

মা শব্দটি উচ্চারণ করলেই গভীর এক আবেগ আমাদের আচ্ছাদিত করে ফেলে। সে আবেগ চিরন্তন। মানুষ তার চিরন্তন আবেগকেও আজকাল উদযাপন করতে চায় নানানরকম বিশেষ দিনের মোড়কে। মা দিবস তেমনই একটি দিন। যে দিনে আমাদের প্রাত্যহিক ভালোবাসার মাকে যেন আরেকটু বিশেষভাবে সম্মান আর শ্রদ্ধা জানানোর দিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মা দিবসে উপহার দিন পুরনো স্মৃতি 

মা দিবসের এই উৎসবকে দেশের শীর্ষস্থানীয় ব্রান্ড ‘রঙ বাংলাদেশ’ও বিশেষ করে তুলতে চেয়েছে সব সময়।

IMAGE_(1)_(1)

মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবী কিছু কালেকশন নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। আর এইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের মায়েরা প্রাপ্য। তাই না? আরও ভালো একটি ব্যাপার যে মাকে নিয়ে এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের মাথায় রেখেই।


বিজ্ঞাপন


IMAGE_(3)

সুতরাং এবারের মা দিবসে যারা যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে যারা নানান রকম পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। এই কালেকশান পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও। 

ঘুরে আসুন রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটগুলোতে। যারা নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না তাদের প্রতি দৃষ্টি রেখে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট এবং ফেসবুক পেজ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর