সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

ঈদে নতুন টাকা ছাড়াও যেভাবে সালামি দিতে পারেন

নিশীতা মিতু
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় নতুন নোট। বছরের পর বছর ধরে ঈদ বকশিস বা সালামি হিসেবে নতুন টাকা দেওয়ার রীতি চলে আসছে। এটি যেন অলিখিত ঐতিহ্য বা রেওয়াজ। তবে এবার এই রীতি আর পালন করা হচ্ছে না। কারণ বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে এবার ঈদুল ফিতর উপলক্ষে টাকার নতুন নোট বাজারে আসেনি। তবে কি এবার ময়লা পুরনো টাকাতেই কাটাতে হবে ঈদ? 

ঈদে নতুন টাকা নেই বলে মন খারাপ করে থাকার কারণ নেই। তারচেয়ে বরং নতুন নোট ছাড়াও কীভাবে ঈদ সালামি দেওয়া যায় সেই উপায় জানুন- 


বিজ্ঞাপন


7f4f2df9-58ae-4cde-ab31-0b35b8349fda

অপেক্ষাকৃত কম ব্যবহৃত নোট 

নতুন নোট যেহেতু এবার নেই তাই মানিব্যাগ বা পার্সে থাকা অপেক্ষাকৃত কম ব্যবহৃত নোটগুলোকেই বেছে নিতে পারেন সালামির জন্য। কিছুটা কম ময়লা, ছেঁড়াফাটাহীন নোটগুলো আলাদা করুন সালামির জন্য। 

সালামি দিন ডিজিটাল মাধ্যমে 


বিজ্ঞাপন


এখন যুগ বদলেছে। ছোট-বড় সবাই ডিজিটাল মাধ্যমে যুক্ত। তাই এবার সালামি দেওয়ার ক্ষেত্রে বেছে নিতে পারেন মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ডিজিটাল মাধ্যম। বিকাশ, নগদ, উপায়ের মতো অ্যাপের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিকে সালামি পাঠিয়ে দিন। তার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিও হতে পারে সালামি আদান-প্রদানের মাধ্যম। 

gift

অর্থের বদলে উপহার 

নগদ অর্থের মাধ্যমেই যে ঈদ সালামি দিতে হবে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। এবার নাহয় অর্থের বদলে উপহার দিন। ছোটদের প্রিয় কোনো খেলনা বা খাবার, বড়দের প্রয়োজনীয় কিছু বা শোপিস, মোমবাতি, বাহারি আয়না, প্রসাধনী, গয়না দিতে পারেন ঈদ উপহার। 

উপহার হতে পারে বই 

পরিবারের ছোট শিশু থাকলে তাদের ঈদ সালামি হিসেবে নতুন টাকার বদলে নতুন বই দিতে পারেন। কমিক্স বুক, রঙের খাতা, রঙপেন্সিল এসবও উপহার দিতে পারেন। নতুন টাকা না পেলেও নতুন বই পেলে তাদের আনন্দ বাড়বে বৈ কমবে না। 

note

নতুন নোট কিনতে চাইলে 

এরপরও যদি মনে হয় নতুন নোট ছাড়া কিছুতেই ঈদ হবে না তাহলে মতিঝিল ও গুলিস্তানের খোলা বাজার থেকে নতুন নোট কিনতে পারেন। তবে চাহিদার তুলনায় যোগান কম থাকায় এজন্য বাড়তি টাকা খরচ করতে হবে। চলতি বছর প্রতি বান্ডিলে খরচ গতবারের ঈদের মৌসুমের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। চাহিদার শীর্ষে রয়েছে ১০ ও ২০ টাকার নতুন নোট। 

১০ টাকার এক বান্ডিল নতুন নোট কিনতে খরচ করতে হবে ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা। গত বছর এমন এক বান্ডিল নতুন নোট বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকায়। একইভাবে ২০ টাকার এক বান্ডিল টাকা কিনতে গুনতে হচ্ছে বাড়তি ৪৫০ টাকা প্রায়। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর