রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলার হালুয়া রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

কলার হালুয়া রেসিপি

হালুয়ার নাম শুনলে কার না জিভে জল আসে। অনেককিছু দিয়েই মিষ্টি এই খাবারটি তৈরি করা যায়। বাসায় পাকা কলা থাকলে সেটি দিয়েও বানিয়ে ফেলতে পারেন মজাদার হালুয়া। ঝটপট জেনে নিন রেসিপি- 

উপকরণ 


বিজ্ঞাপন


পাকা কলা ব্লেন্ড করা- ৪ কাপ 
ঘি- হাফ কাপ
চিনি- ১কাপ
এলাচ গুড়া- হাফ চা চামচ 
কাজু বাদাম- ছোট টুকরো করে ভেঙে নেওয়া 

halwa2

প্রণালি 

পাকা কলার খোসা ফেলে ম্যাশ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর ৪ কাপ কলা নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে হাফ কাপ ঘি দিয়ে দিন। ঘি গরম হলে এতে দিতে হবে ব্লেন্ড করা কলা। অল্প আচে নাড়তে হবে অনবরত। 


বিজ্ঞাপন


১০/১২ মিনিট নেড়ে নেড়ে কলা ভেজে নেয়ার পর তাতে চিনি দিন। চিনি গলে যাওয়ার পর কলা নরম হয়ে যাবে। নেড়ে নেড়ে চিনির পানি শুকিয়ে নিতে হবে। কলার পানি শুকিয়ে কলা বেশ আঠালো হয়ে যাবে এবং রঙ বদলে যাবে।  

halwa3

এই পর্যায়ে বাদাম মিশিয়ে আবারও কিছু সময় নাড়ুন। কলা আরও কিছুটা শক্ত হয়ে প্যানের গা ছেড়ে আসলে তখনই চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রে তে/বাটিতে ঢেলে দিন। 

চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে হালুয়ার উপর একটা সাদা কাগজ রেখে আবারও চামচ দিয়ে হালকা হাতে চেপে চেপে দিতে হবে তাহলে কলার উপরে বাদাম গুলো লেগে থাকবে এবং উপরটা সমান হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে।

উপর থেকে কাগজ সরিয়ে ফেলে রেখে দিতে হবে পুরো পুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পছন্দ মতো শেইপে এবং সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে কলার হালুয়া।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর