রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

চিনিতে মিষ্টি ত্বক, জানুন ব্যবহারের উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রক্তচাপ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চিনি থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বাস্থ্যের জন্য এটি ভীষণ ক্ষতিকর। তাই চিনিকে সাদা বিষও বলা হয়। খাবারে মিষ্টি স্বাদ বাড়ানো ছাড়া কি চিনির আর কোনো কাজ নেই? আছে। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এই উপাদান। 

চিনির দানা শক্ত ও কড়কড়ে। তাই এটি সহজে এক্সফোলিয়েটর হিসাবে ব্যবহার করা যায়। এটি ত্বকের ওপর জমে থাকা মৃতকোষ দূর করতে সক্ষম। অনেকেই হয়ত জানেন না, চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ফলে ত্বকের টান টান ভাবও বজায় থাকে।


বিজ্ঞাপন


sugar1

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে পারে চিনি। জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে দারুণ কার্যকর এই উপকরণটি। কীভাবে রূপচর্চায় চিনি ব্যবহার করবেন, জানুন উপায়- 

চিনি ওটমিলের ফেসপ্যাক 

চিনি গুঁড়ো করে তার সঙ্গে ওটমিল মিশিয়ে নিন। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে এর সঙ্গে মেশান অলিভ অয়েল বা নারকেল তেল। এই মিশ্রণ মুখে মেখে আধা ঘণ্টা রাখুন। এরপর হালকাভাবে ঘষে তুলে ধুয়ে ফেলুন। 


বিজ্ঞাপন


sugar2

চিনি টমেটোর প্যাক

রোদে পোড়া দাগ এবং ত্বক থেকে মৃত কোষ তুলতে ব্যবহার করতে পারেন চিনি আর টমেটোর প্যাক। এই মিশ্রণ ত্বকের ক্ষেত্রে ‘অ্যান্টি-এজিং’ উপাদান হিসাবেও কাজ করে। ফলে অল্প বয়সে ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো ফুটে ওঠে না। টমেটো চটকে এর সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। 

চিনি ও লেবুর রসের প্যাক 

চিনির সঙ্গে মিশিয়ে নিন পাতি লেবুর রস। এবার আঙুলের সাহায্যে এই মিশ্রণ চক্রাকারে মুখে মাখুন। আধা ঘণ্টা পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে ত্বক অতিরিক্ত শুষ্ক, স্পর্শকাতর হলে এই মিশ্রণ মাখা যাবে না। তৈলাক্ত ত্বকে সপ্তাহে দু’বার এই মিশ্রণ স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর