মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরুষের যে ৫ রোগ বেশি হয়, সময় থাকতে সাবধান হোন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

পুরুষের যে ৫ রোগ বেশি হয়, সময় থাকতে সাবধান হোন

রোগের কোনো লিঙ্গ হয় না। তবে সমাজের চোখে পুরুষদের শক্তিশালী ভাবা হয়। মনে করা হয় তাদের রোগবালাই তুলনামূলক কম হয়। কিন্তু এমন কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে যা নারীদের তুলনায় পুরুষের বেশি হয়ে থাকে। চলুন এই রোগগুলো সম্পর্কে জেনে নিই- 

কার্ডিওভাসকুলার রোগ

সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ উভয় লিঙ্গের মধ্যে আলাদা। অল্পবয়সী নারীদের তুলনায় তরুণ পুরুষদের সিস্টোলিক রক্তচাপ বেশি হয়। পুরুষদের উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় কারণ হলো এই সিস্টোলিক উচ্চ রক্তচাপ। আর তাই পুরুষদের কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। 

men2

উচ্চ রক্তচাপ

পুরুষের সবচেয়ে বড় শত্রু উচ্চ রক্তচাপ। হৃদরোগ ও স্ট্রোক পুরুষদের মৃত্যুর প্রথম এবং দ্বিতীয় প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে নারীদের দেহে স্বাভাবিকভাবেই বেশি ভালো কোলেস্টেরল (এইচডিএল) থাকে। এছাড়াও নারী হরমোন ইস্ট্রোজেন নারীদের হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা ঢাল হিসাবেও কাজ করে।


বিজ্ঞাপন


প্রোস্টেট ক্যানসার

প্রোস্টেট হলো পুরুষ প্রজনন ব্যবস্থার এক্সোক্রাইন গ্রন্থি। এই গ্রন্থিটি মূত্রাশয়ের ঠিক নীচে এবং মলদ্বারের ঠিক সামনে অবস্থিত। প্রোস্টেট ক্যান্সার একটি রোগ যা কেবল পুরুষদের হয়। এতে প্রোস্টেটে ক্যানসার কোষ তৈরি হয়। প্রথম দিকে ক্যানসারের লক্ষণ দেখা যায় না। কিন্তু এটি যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন গুরুতর লক্ষণ দেখা যায়। সাধারণত রোগটি ৪৫ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের মধ্যে দেখা যায়। স্থূলতা এবং ভুল জীবনযাত্রার কারণে এই সমস্যা হতে পারে।

men3

ফুসফুসের রোগ

নারীরাও ফুসফুসের রোগে আক্রান্ত হয়। কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। অসংখ্য পুরুষ ফুসফুসের ক্যানসারে মারা যায়। এতে, ফুসফুসের কোষগুলো বিকাশ করে এবং টিউমার তৈরি করে। ধূমপান ফুসফুসের ক্যানসারের একটি প্রধান কারণ। পরিবর্তিত পরিবেশের মধ্যে কাজের ক্ষেত্রে কর্মজীবী পুরুষের সংখ্যা নারীর চেয়ে বেশি। নারীদের তুলনায় পুরুষরা দূষণের খারাপ প্রভাবের সম্মুখীন হয় বেশি। এর প্রধান কারণ হলো, নারীদের তুলনায় পুরুষরা বেশি সময় ঘরের বাইরে থাকেন। তাই তাদের শরীর দূষণে বেশি আক্রান্ত হয়।

আরও পড়ুন- 
 
 
 

ত্বকের ক্যানসার

গবেষণা অনুযায়ী, ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের ত্বকের ক্যানসারের ঝুঁকি নারীদের তুলনায় বেশি। পুরুষদের মধ্যে এই ক্যানসারের প্রধান কারণ হতে পারে সূর্যের আলোতে অত্যধিক এক্সপোজার এবং কোনো সতর্কতা অবলম্বন না করা। পুরুষদের ত্বকের ক্যানসার সাধারণত মাথার ত্বক এবং কানের চারপাশে দেখা দেয়। কারণ এই দুটি জায়গা বেশি খোলা থাকে।

men4

স্বাস্থ্য নিয়ে তাই প্রতিটি পুরুষের সচেতন হওয়া জরুরি। কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর