শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

Black Friday 2024

কেনাকাটায় ছাড়ের উৎসব ব্ল্যাক ফ্রাইডে কবে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার পৃথিবী ব্যাপী আলোচিত। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয়। এ বছর ২৯ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে। 
এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং ডে' -এর পরের দিন পালিত হয়।

আরও পড়ুন: বিমানেও করা যাবে কেনাকাটা 


বিজ্ঞাপন


ব্ল্যাক ফ্রাইডে কবে? 

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে এমন একটা দিন, যেদিন সেখানকার মানুষরা পাগলের মতো কেনাকাটা করে। কারণ, এই ব্ল্যাক ফ্রাইডেতে আমেরিকার ক্রিসমাস শপিং মৌসুমের সূচনা হয়। ১৯৫২ সালে এই দিনটি প্রথম উদযাপিত হলেও ব্ল্যাক ফ্রাইডে নামটি কয়েক দশক ধরে অজানা থেকে যায় সকলের কাছে।

bl

ব্ল্যাক ফ্রাইডে নামকরণের ইতিহাস
 
ব্ল্যাক ফ্রাইডে নামটা শুনেই মনে হয় অশুভ দিন। কিন্তু, আসলে তা নয়। আমেরিকার জনগণের কাছে দিনটি খুবই শুভ এবং বহু প্রতিক্ষিত একটা দিন। ১৯৬১ সালে ফিলাডেলফিয়ায় এই শব্দটির উদ্ভব হয়েছিল। সেই থেকেই এই ব্যস্ত শপিং দিনটির এহেন নাম প্রচলিত হয়ে আসছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে এসব নিয়ম মানুন

black_friday_pic

ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস এবং ঐতিহ্য

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের উপাখ্যান অনুযায়ী, থ্যাঙ্কস গিভিং ডে-এর পরের দিনকে ব্ল্যাক ফ্রাইডে নামে অভিহিত করা হয়েছিল। কারণ, এই দিনে যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি লেনদেন হতো এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হত। ফলে, শহরের রাস্তাজুড়ে থাকত প্রচুর মানুষের জমায়েত, প্রচণ্ড ট্রাফিক জ্যাম। এত মানুষের জমায়েত ও ট্রাফিক সামলাতে বেশ বেগ পেতে হতো ফিলাডেলফিয়ার পুলিশদের। সেই থেকেই ফিলাডেলফিয়ার পুলিশরাই এই দিবসের নাম দিয়েছিলেন ব্ল্যাক ফ্রাইডে। নিউইয়র্ক টাইমস ১৯৭৫ সালের ২৯ শে নভেম্বর এই দিনটিকে 'বছরের ব্যস্ততম কেনাকাটা এবং ট্র্যাফিকের দিন' হিসেবে উল্লেখ করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন