সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানেও করা যাবে কেনাকাটা 

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

বিমানেও করা যাবে কেনাকাটা 

বিমান ভ্রমণ কম-বেশি সবার কাছেই রোমাঞ্চকর। ভাবুন, মাঝ আকাশে উড়ছেন। এমন সময় কিছু কিনতে ইচ্ছে করল আপনার। বিমানে বসেই তা কিনে ফেললেন। ভাবছেন, এ আবার কেমন কথা? বিমানের ভেতর কি আর দোকান আছে যে কেনাকাটা করা যাবে? সত্যিই এমন অদ্ভুত সুযোগ করে দিচ্ছে স্পাইসজেট। 

ভারতের বেসরকারি উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ভাসমান মল পরিষেবা চালু করেছে। বিনোদনের এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে স্পাইসস্ক্রিন। ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এই মলে বিমানের যাত্রীরা পোশাক, গয়না, ইলেকট্রনিক পণ্য, কসমেটিকস ইত্যাদি কিনতে পারবেন। 


বিজ্ঞাপন


shoppingস্পাইসজেটে ডমেস্টিক ফ্লাইটের যাত্রীরা এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে উচ্চ মানের ইলেকট্রনিকস, ফ্যাশন আনুষাঙ্গিক, হেডফোন, মোবাইল চার্জার বা ইত্যাদি জিনিসপত্র ক্যাটালগ থেকে বাছাই করতে পারবেন। স্ন্যাপডিল দ্বারা তৈরি এই ক্যাটালগ থেকে তারা নিজের পছন্দের জিনিস অর্ডার করতে পারবেন। অবতরণের সময় অর্ডার কনফার্ম করা হবে এবং সমগ্র ভারতের মধ্যে ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। 

আকাশে ভাসমান এই ভাম্যমাণ মল সম্পর্কে স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেব্যোজো মহর্ষি বলছেন, ‘৩৬ হাজার ফুট উচ্চতায় ভ্রমণকারীদের সত্যিকারের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহক পরিষেবার প্রতি আমাদের আবেগ প্রায়শই উদ্ভাবনী এবং শিল্প-প্রথম পণ্য এবং পরিষেবা যেমন স্কাইমলের মধ্যে প্রকাশ পায়।'

shopping'আমাদের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম স্পাইস স্ক্রিনে স্ন্যাপডিলের একীভূতকরণ আমাদের অতিথিদের ভ্রমণ অভিজ্ঞতা ক্রমাগত উদ্ভাবন এবং উন্নত করার প্রতিশ্রুতির অংশ। আমরা বর্ধিত পরিষেবা এবং অফারের মাধ্যমে আমাদের যাত্রীদের আনন্দিত করতে চাই’- যোগ করেন তিনি। 

স্পাইসজেটের এই পরিষেবার মাধ্যমে, স্ন্যাপডিল এই ধরনের গ্রাহকদের জন্য অনলাইন বাণিজ্যকে প্রাসঙ্গিক এবং দক্ষ করে তোলার প্রয়াস করেছে। এই সুবিধাটির জন্য মানুষ এখন কেবল মাটিতে হয়, ৩৬,০০০ ফুট ওপরের ফ্লাইটেও কেনাকাটা করতে পারবেন। 


বিজ্ঞাপন


এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর