অনেক নারীই তার স্ত্রীই তার স্বামীর সিদ্ধান্তকে মূল্য দেন না। বরং তারা সব ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। আর সেই কারণে পুরুষ মনে তৈরি হয় ক্ষোভ। তারপর একে অপরের থেকে দূরে চলে যান দম্পতিরা। তাই পরিস্থিতি ঘোটালে হওয়ার আগেই এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে জেনে নিন।
সংসার করতে গেলে একে অপরের মধ্যে মনোমালিন্য হবেই। এই নিয়ে বেশি ভাববার কিছু নেই। তবে এই মনোমালিন্য যদি রোজ রোজ হতে থাকে, সেক্ষেত্রে সম্পর্কে বাড়তে পারে দূরত্ব।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আপনার প্রেমিকা স্বার্থপর কিনা বুঝুন এসব লক্ষণে
তবে অনেক নারী আবার এই বিষয়টা বুঝেও বুঝতে পারেন না। যেই কারণে তারা স্বামীর সব সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দেন। উল্টে নিজের সিদ্ধান্তের উপর রাখেন ভরসা। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। দুজনে এক ছাদের তলায় থেকেও অনেকটা দূরে চলে যান।
তাই পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার আগেই সাবধান হতে হবে। জানুন কীভাবে একে অপরের ওপর আস্থা ফেরাবেন।
বিজ্ঞাপন
প্রথমেই কথা বলুন
স্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা না বললে কোনও লাভ হবে না। উল্টে সমস্যা যেই তিমিরে ছিল, সেখানেই রয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব স্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু করে দিন। তাকে বুঝিয়ে বলুন যে এভাবে তার সিদ্ধান্ত সব বিষয়ে আরোপ করলে আদতে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনাদের মধ্যে বাড়তে থাকবে দূরত্ব। আশা করছি, এই কথাটা বুঝিয়ে বললেই কাজ হবে। তিনি আপনার কথা শুনবেন।
যুক্তিযুক্ত কথা বলতে হবে
লাইনে কথা না বললে, নিজের কথা যুক্তি দিয়ে না বুঝিয়ে দিলে কেউ শুনবেন কেন বলুন তো! বরং এমন পরিস্থিতিতে সকলেই আপনার কথা এড়িয়ে চলতে চাইবেন। এমনকি আপনার স্ত্রীও সিদ্ধান্তের তোয়াক্কা করবেন না। তাই এবার থেকে কোনও বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে নিজের সপক্ষে যুক্তি খাড়া করে নিতে নিন। তারপর স্ত্রীর সামনে সেই যুক্তি তুলে ধরুন। তাহলেই দেখবেন তিনি আপনার সব কথা মেনে নেবেন।
খারাপ সিদ্ধান্তের প্রতিবাদ করুন
আপনি এতদিন ধরে তার সব কথা মেনে এসেছেন বলেই তিনি আজ আপনার সব সিদ্ধান্ত ফেলে দিতে পারছেন। তাই এবার থেকে তার কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে তাকে তা বুঝিয়ে বলুন। তাকে যুক্তি দিয়ে বলুন যে আপনি কেন সেই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। আর এই কথা বলতে গিয়ে আবার মুখ কালাকালি করে ফেলবেন না। বরং খুবই আলতো করে কথাগুলো বলুন। তাহলেই দেখবেন স্ত্রীর মতি ফিরবে। তিনি নিজের ভুল ধরে ফেলতে পারবেন।
দূরত্ব রয়েছে কি?
অনেক সময় সম্পর্কে দূরত্ব তৈরি হলে একে অপরের সিদ্ধান্ত মেনে নিতে খুব সমস্যা হয়। তাই আপনার সব কথাই যদি স্ত্রী ফেলে দেন, তাহলে সম্পর্কের দিকে মুখ ফেরান। তাকে ভালোবাসায় ভরিয়ে দিন। পারলে দুজনে মিলে কোথাও একটা ঘুরতে চলে যান। তাহলেই আপনাদের বন্ডিং আরও পোক্ত হবে। তারপর দেখবেন স্ত্রী আপনার সিদ্ধান্তও মেনে নেবেন। সম্পর্কে খেলে যাবে বসন্তের হাওয়া।
বিশেষজ্ঞের পরামর্শ নিন
অনেক সময় শত চেষ্টা করার পরও নারীদের মন পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে সম্পর্কের ভালো চাইলে যত দ্রুত সম্ভব স্ত্রীকে সঙ্গে করে বিশিষ্ট ম্যারেজ কাউন্সিলরের কাছে যান। আপনাদের মধ্যে যে ঠিক কেমন ধরনের সমস্যা তৈরি হয়েছে, তা খুলে বলুন। তারপর তিনি যা নিদান দেবেন, তা মেনে চলতে হবে। তাহলেই দেখবেন পরিস্থিতি হালকা হয়ে যাবে। আপনার সিদ্ধান্তও মেনে নেবেন স্ত্রী।
এজেড