বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ঢাকা

যে ৫ লক্ষণে বুঝবেন স্ত্রী আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

marriage life

স্বামী-স্ত্রীর মধ্যে আকর্ষণ অটুট থাকা জরুরি। নইলে সংসারের সাজানো বাগানে নেমে আসবে কালবৈশাখী। সেই ঝড়ের দাপটে সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। তাই দাম্পত্যে আকর্ষণের রসদ সবসময় পরিপূর্ণ করে রাখতে হবে। তবে মুশকিল হলো, আমাদের মধ্যে অনেক পুরুষ মহিলাদের মনের গতিবিধি বুঝতে পারেন না। তাই তলেতলে স্ত্রীর মনে আকর্ষণ কমে গেলেও তারা সেই দিকে নজর দেন না। যার ফলে অলক্ষেই বাড়তে থাকে দূরত্ব। তারপর একটা সময় খাদের কিনারায় পৌঁছে যায় সংসার। জেনে নিন যে ঠিক কোন কোন লক্ষণ দেখলে বোঝা সম্ভব যে আপনার প্রতি আকর্ষণ হারাচ্ছেন স্ত্রী! তারপর এমন কিছু চোখে পড়লেই নিন ব্যবস্থা। নইলে যে সমস্যার শেষ থাকবে না।

​কমছে কথা​


বিজ্ঞাপন


স্ত্রী কি আজকাল আপনার সঙ্গে কম কথা বলছেন? তাহলে যে এবার সম্পর্কের দিকে নজর ফেরাতেই হবে। কারণ, স্ত্রীর এহেন কর্মকাণ্ডের পিছনে আকর্ষণ কমে যাওয়ার মতো কারণ থাকলেও থাকতে পারে। তাই এমনটা হলে যত দ্রুত সম্ভব তাঁর সঙ্গে কথা বলুন। তিনি কেন কথা কমিয়েছেন, সেই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করুন। তারপর নিজের মতো করে সমস্যা সমাধানের চেষ্টায় পড়ুন লেগে। নইলে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।

love

নিজের সম্পর্কে বলছেন না?

নারীরা সাধারণত কাছের মানুষকে নিজের জীবনের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল রাখেন। কিন্তু কোনও কারণে যদি আকর্ষণ কমে যায়, তাহলে তারা এই কাজটা করেন না। বরং তাদের মনে চলতে থাকে অন্য খেলা। তখন তারা সব কথা লুকিয়ে রাখতে শুরু করেন। তাই আপনার স্ত্রীও যদি নিজের জীবনের গতিপ্রকৃতি হঠাৎ করেই চেপে যেতে শুরু করেন, তাহলে সেদিকে নজর দিন। নইলে যে অচিরেই ভাঙনের মুখে পড়বে আপনাদের সম্পর্ক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে ৮ কারণে সন্তান অবাধ্য হয়ে ওঠে

ভালোবাসার কথা নেই?​

সম্পর্কে ভালোবাসা না থাকলে আর একসঙ্গে থাকা কিসের! তাই একবার ভেবে দেখুন তো স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসেন কিনা, আপনার খারাপ-ভালো নিয়ে চিন্তা করেন কিনা? যদি এসব প্রশ্নের উত্তর না হয়, তাহলে যে এখনই নিজের সম্পর্কের দিকে নজর ফেরাতে হবে। কারণ, এই লক্ষণ দেখে এটা স্পষ্টতই বোঝা যায় যে ধীরে ধীরে আপনাদের মধ্যে কমছে আকর্ষণ। এখনই ব্যবস্থা না নিলে বিপদ আরও বাড়বে। তাই চেষ্টা করুন আজই সম্পর্কের হাল ধরার।

prem

​ঘনিষ্ঠতা নেই নাকি?​

বৈবাহিক সম্পর্ককে এক সুরে বেঁধে রাখে শারীরিক সম্পর্ক। তাই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা থাকাটা খুব জরুরি। কিন্তু যদি দেখেন যে দিনের পর দিন ইন্টিমেসিতে অনীহা দেখাচ্ছেন অর্ধাঙ্গীনি, তাহলে সে দিকে নজর ফেরাতেই হবে। কারণ, এটা সরাসরি আকর্ষণ হারিয়ে ফেলার ইঙ্গিত। তাই এমন সমস্যার মুখে পড়লে স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলুন। তার কোথায় সমস্যা হচ্ছে জিজ্ঞেস করুন। ব্যস, এই কাজটা করলেই কিন্তু খেলা ঘুরে যাবে।

realtioni

​রোজ রোজ ঝগড়া​

সংসারের প্রথম দিকে নিশ্চয়ই শান্তিতে দিন অতিবাহিত করতেন। কিন্তু আজকাল কি স্ত্রী একটু বেশিই চিৎকার চেঁচামিচি করছেন? রোজ রোজ লেগে থাকছে ঝগড়া? এসব প্রশ্নের উত্তর হ্যাঁ হলে যে মুশকিল! আসলে এই ধরনের লক্ষণ আকর্ষণ হারিয়ে ফেলার দিকেই ইঙ্গিত করে। তাই পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেওয়ার আগেই সম্পর্কের হাত ধরুন। তাহলেই ডিভোর্সের ফাঁদ এড়িয়ে চলতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর