শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই তিনটি খাবার বাসি খেতে নেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

food

বাসি ভাত কিংবা বাসি রুটি খাওয়াই যায়। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো বাসি খেতে নেই। খেলে স্বাস্থ্যঝুঁকি আছে। জানুন এমনটি তিনটি খাবার সম্পর্কে। যেগুলো কখনোই বাসি খাবেন না। 

food


বিজ্ঞাপন


পালং শাক

এই শাকে নাইট্রেটের পরিমাণ বেশি। পালং শাক যখন রান্না করা হয়, রাসায়নিক এই উপাদান পরিণত হয় কার্সিনোজেনিক নাইট্রোসেমাইনে। পালং শাক এমনিতে উপকারী। শরীরের অনেক রোগবালাই সারাতে পালং শাকের জুড়ি মেলা ভার। তবে বাসি খেলে এতে থাকা রাসায়নিক উপাদান শরীরে বিরূপ প্রভাব ফেলে।

আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়ে এই ৫ লাল খাবার 

chury]


বিজ্ঞাপন


মুরগির মাংস

ডিমের মতো কাঁচা মুরগির মাংসেও সালমোনেলা থাকে। রান্নার পর এই ব্যাক্টেরিয়া সক্রিয় হয়ে ওঠে। গরম থাকতে থাকতে খেয়ে নিলে শরীরের উপর সরাসরি প্রভাব পড়ে না। কিন্তু এক দিন পর খেলে সমস্যা হতে পারে।

egg

ডিম

আগের রাতের ডিম রান্না করে পরের দিন গরম করে খেলে হয়তো সময় কিছুটা বাঁচবে, কিন্তু শরীর ভালো থাকবে কি? ডিমে সালমোনেলা নামক ব্যাক্টেরিয়া থাকে। যা শরীরের জন্য ভালো নয়। তার ওপর ডিম যদি হয় বাসি, তা হলে সমস্যা বাড়বে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর