সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সম্পর্ক

নারীর মন জয় করতে চাইলে এই ৪ কথা তাকে এখনই বলুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১০:৩১ এএম

শেয়ার করুন:

relationship

নারীর মন জয় করতে কোন পুরুষ না চান? কিন্তু সকলে তার পারেন না। কেননা, কোনও পছন্দের নারীর মন জেতার জন্য পুরুষদের যথেষ্ট এফর্ট দিতে হয়। কিন্তু তারপরও অনেক সময়ে নারীদের মনের তল পাওয়া যায় না। আপনিও কি নির্লিপ্তভাবে কোনও নারীকে পছন্দ করেন? তাহলে এই ৪ কথা তাঁকে অবশ্যই বলুন। দেখবেন মুহূর্তেই তার মন জিততে পারবেন আপনি। 

ভালোবাসার মানুষটির সঙ্গে হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চান অনেকেই। কিন্তু সেই স্বপ্ন করতে গিয়ে কম এফর্ট দিতে হয় না। আর সে কথা একজন পুরুষ বেশ ভালোভাবেই জানেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রেমিক নাকি বন্ধু— স্বামীর মধ্যে কোন মানুষটিকে খোঁজেন নারীরা?

আপনিও কি কোনও নারীকে মনে মনে বেশ পছন্দ করেন? কিন্তু কীভাবে তার মন জিতবেন, বুঝতেই পারছেন না? জানুন সেই উপায়।

love

তুমি সত্যিই বুদ্ধিমতী


বিজ্ঞাপন


নারীদের সৌন্দর্যের প্রশংসা করলে কি তিনি খুশি হন? এই ধারণা এখন অতীত। বরং নারীদের বুদ্ধিমত্তার প্রশংসা করা শিখুন। তাহলেই দেখবেন আপনার প্রতি তিনি দুর্বল হতে শুরু করবেন। হয়তো তিনি ভালো ছবি আঁকেন কিংবা ভালো গান করেন, তাহলে তার সেই কাজটির প্রশংসা করুন। তার কাজের প্রশংসা করতে শিখুন। দেখবেন সেই সুন্দরীর ‘মন পাহাড়ের বরফ গলবে’।

মন

তুমি সকলের কথা ভাবো

সবাইকে ভালো রাখতে চেষ্টা করেন প্রত্যেক নারীই। তার পরিবার এবং বন্ধুদের খেয়াল রাখতে ভোলেন না তিনি। কিন্তু তার এই কাজটি অনেক সময়ে অদেখা রয়ে যায়। তাই এবার আপনি সেই নারীর কাজটির প্রশংসা করুন। আপনি তাকে বলুন, ‘তুমি সকলের কথা ভাবো’। দেখবেন তিনি খুশি হবেনই।

love3

তোমার কষ্ট বুঝতে পারছি

প্রত্যেক নারীকে জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয়। আপনার পছন্দের মানুষটিও হয়তো এমন কোনও সমস্যার সঙ্গে লড়াই করছেন। তাহলে তার সেই সমস্যাটা বুঝুন। তাকে বলুন যে, আপনি তার কষ্ট বুঝতে পারছেন। আর প্রতিদিন তাঁর খোঁজ নিতেও ভুলবেন না।

relation

আমি তোমার পাশে আছি

কোনও নারীর মন জেতার জন্য প্রথমেই তার বন্ধু হওয়ার প্রয়োজন। তাই প্রথমে সেই কাজটি করার চেষ্টা করুন। আপনি যে মানুষটিকে মনে মনে পছন্দ করেন, তাকে বন্ধু হিসেবে আশ্বাস দিন। তাকে বুঝিয়ে দিন যে, কোনও কঠিন সময়ে আপনি তাঁর পাশে রয়েছেন। আপনি তাকে আগলে রাখতে চান। ভালোবাসায় ভরিয়ে রাখতে চান। আর আপনার মনের মানুষটি যদি এই কথাটি বোঝেন, তাহলে আপনাদের আর কেউ কোনওদিন আলাদা করতে পারবেন না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর