মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সম্পর্ক

প্রেমিক নাকি বন্ধু— স্বামীর মধ্যে কোন মানুষটিকে খোঁজেন নারীরা?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ১০:২৩ এএম

শেয়ার করুন:

relation

নারীরা স্বামীর সেবা করতে যেমন পছন্দ করেন তেমনি তার কাছে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সব সময় সেই আশা পূরণ হয় না। তখন ওই নারী মনঃকষ্টে ভোগেন। একজন নারী তার স্বামীর মধ্য়ে হয়তো বন্ধুকে খোঁজেন, কেউ আবার খুঁজে বেড়ান হারানো প্রেমিককে। প্রত্যেকের পছন্দ এক্ষেত্রে আলাদা। তাই তো নিজেকে প্রশ্ন করুন, আপনার স্ত্রীর মনের খবর আপনি জানেন কি?

প্রত্যেক নারীই তার স্বামীকে খুব ভালোবাসেন। তাকে আগলে রাখতে চান। প্রাণের মানুষটির সঙ্গে সারা জীবন কাটাতে আগ্রহী হন। মাঝেমধ্যে ঝগড়া-অভিমানের পালা চলে ঠিকই, কিন্তু সেসবই সাময়িক। আসলে সেই অভিমানের ফাঁকে কখনও এসে পড়ে ভালোবাসার এক চিলতে রোদ।


বিজ্ঞাপন


স্বামীর মধ্যে কাকে খোঁজেন নারীরা?

স্বামীর সঙ্গে সুখের সংসার গড়তে চান প্রত্যেক নারী। সেই মতো চেষ্টাও চালান। অফিসের কাজ, সংসারের দায়ভার সামলেও স্বামীর জন্য কয়েক ঘণ্টা সময় আলাদা করে রাখতে ভোলেন না তারা। কিন্তু এত এফর্ট দেওয়ার পরেও যখন তার মনের কথাটি কেউ বোঝেন না, তখন স্বাভাবিকভাবেই খারাপ লাগে। কোনও কোনও নারী স্বামীর ভিতরে খোঁজেন হারানো প্রেমিকটিকে। কারও আবার খুব প্রয়োজন হয় এক বন্ধুর।

relation

বন্ধুত্ব ভালো রাখে দাম্পত্য


বিজ্ঞাপন


বিশেষজ্ঞদের মতে, সংসারে সুখ অটুট রাখার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব গাঢ় হওয়া জরুরি। কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নির্ভয়ে যে কেউ নিজের মনের কথা বলতে পারেন।

আরও পড়ুন: প্রেমিকা আপনাকে এড়িয়ে যাচ্ছে? এই কৌশলে সম্পর্ক টিকিয়ে রাখুন

সেই সম্পর্কে যেমন নির্ভেজাল আড্ডা থাকে, ঠিক তেমনই থাকে ভালোবাসার টানাপোড়েনও। আর বাড়তি পাওনা হয় স্বচ্ছ কমিউনিকেশন। তাই এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজে ভাঙে না।

প্রকৃত বন্ধু চান প্রত্যেকেই

স্বামীর মধ্যেও সেই বন্ধুটিকেই খোঁজেন একজন স্ত্রী। তিনি এমন একটি সম্পর্ক চান, যেখানে ভালোবাসার স্রোত হয় শীতল-মধুর। অধিকারও হয় সমান সমান। আর তার সঙ্গী দুঃসময়ে পাশে থাকেন। শক্ত করে ধরে থাকেন হাত দুটি। এরকম এক বন্ধুকেই পাশে আশা করেন তিনি। কিন্তু স্বামীকে যদি বন্ধুর স্থান দিতে না পারেন, তাহলে তার মনে অনেকটাই শূন্যতা রয়ে যায়।

sami

স্বামীর ওপর ভরসা বাড়ে

আমাদের দেশের সমাজব্যবস্থায় অধিকাংশ নারীরই বিয়ের পরে নিজের বাড়ি ঘর ছেড়ে আসতে হয়। তাই নতুন স্থানে এসে একমাত্র চেনা মানুষটি হয়ে ওঠেন তার স্বামী। আর সে কারণেই স্বামীর উপরে নির্ভরতা বাড়ে। তার মধ্য়ে একজন বন্ধুর সন্ধান করেন। কিন্তু সেই আশা যদি পূরণ না হয়, তখনই তাকে ঘিরে ধরে শূন্যতা। তাই স্ত্রীর মন জয় করতে প্রথমেই তার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন। এতে আপনাদের সম্পর্কই ভালো থাকবে।

prem

প্রেমিক হতে পারলে তো ভালোই

পাগল প্রেমিক পাওয়ার আকাঙ্ক্ষা কম বেশি সকলের মনেই থাকে। তাই তো প্রেমিকের ছোট ছোট কাজে রাগ করলেও, মনে মনে আদতে হাসেন নারীরা। প্রেমিকের দুষ্টু-মিষ্টি কাজে মন ভালো হয়ে যায়। রোজকার অপেক্ষা, কখনও কখনও চোখে-চোখ মিলে যাওয়া…এসবই ভারী উপভোগ করেন প্রত্যেক মহিলাই। তাই তো বিয়ের পরেও স্বামীর মধ্য়ে সেই হারানো মানুষটিকে তিনি খুঁজতে থাকেন। এক প্রকৃত প্রেমিককে পেতে চান।

আপনিও যদি আপনার স্ত্রীকে সুখী করতে চান, তাহলে তার ভালো বন্ধু হয়ে উঠুন। আর আপনার প্রেমিক সত্ত্বাটিকেও হারাতে দেবেন না। তাহলেই আপনাদের দাম্পত্যে ভরপুর থাকবে সুখ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর