এক সময় মনে করা হতো বুড়ো বয়সে চুল পাকে। এখন আর সেই সময় নেই। যেকোনো বয়সীদের মাথায়ই পাকা চুল উঁকি দিতে পারে। অল্প বয়সে চুল পাকার কারণ জিনগত হতে পারে। আবার অনেক শারীরিক সমস্যার কারণে এমনটা হয়।
পাকা চুল কালো করার সহজ উপায় হলো কলপ করা। অনেকেই এই কাজে রাসায়নিক মিশ্রিত রঙ ব্যবহার করেন। এতে কিছুদিনের জন্য চুলের সাদা রঙ ঢাকে ঠিকই কিন্তু ক্ষতি হয় চুল আর মাথার ত্বকের। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন কফিতে। কীভাবে চুল কালো করতে কফি ব্যবহার করবেন চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

কফি ও লেবুর রস
ছোট একটি পাত্রে ১ টেবিল চামচ কফি আর পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিন। এবার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণ মেখে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। প্রতি সপ্তাহে এই নিয়ম মেনে চললেই পাকা চুল হবে কালো।
আরও পড়ুন-
কফি ও নারকেল তেল
লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড। এটি মাথায় মাখলে অনেকের অস্বস্তি হতে পারে। সেক্ষেত্রে কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখতে পারেন। আধঘণ্টা মেখে শ্যাম্পু করে নিন। কয়েক সপ্তাহ এই মিশ্রণ মাখলে পাকা চুল ধীরে ধীরে কালো হবে।

কফি ও মধু
চুল কালো করতে কফি আর মধুর হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। পরিমাণমতো কফি আর মধু মিশিয়ে চুলে মেখে নিন। মিনিট ৩০ অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। নিয়ম মেনে প্রতি সপ্তাহে এই প্যাক ব্যবহার করলেই ফল মিলবে।
এসব প্যাক ব্যবহারের পাশাপাশি প্রচুর পানিও পান করতে হবে। খাদ্যাভ্যাস চুলের ওপর প্রভাব ফেলে।
এনএম

