সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Relationship Tips

প্রেমিকা আপনাকে এড়িয়ে যাচ্ছে? এই কৌশলে সম্পর্ক টিকিয়ে রাখুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১০:৩০ এএম

শেয়ার করুন:

tips

প্রেমের সম্পর্কে কখনো কখনো ভাটা পড়ে। তখন সম্পর্কের বন্ধন শিথিল হয়ে যায়। একটি সম্পর্ককে আকরে ধরে বাঁচতে চাইলে পরস্পরের মধ্যে যোগাযোগ থাকাটা খুবই জরুরি। নইলে যে দূরত্ব বাড়তে বাড়তে ফুরিয়ে যাবে ভালোবাসা। অনেক সময় দেখা যায় প্রেমিকাকে এড়িয়ে যায় প্রেমিক। এমনকি কথা বলা বন্ধ হয়ে যায়, দেখাও করতে আগ্রহী হন না। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তবে জেনে রাখুন আপনি আপনার প্রেমিকাকে চিরদিনের জন্য হারাচ্ছেন।  

তাই প্রেয়সী যদি হঠাৎ করেই আপনাকে এড়িয়ে চলতে শুরু করেন, তাহলে সাবধান হন। কারণ এই ঘটনাকে অবহেলা করলে কিন্তু আপনারা অচিরেই একে-অপরের থেকে আলোকবর্ষ দূরে চলে যাবেন। তারপর বহু চেষ্টা করেও আর ভালোবাসাকে পুনরুজ্জীবিত করে তোলা সম্ভব হবে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: একসঙ্গে ২ পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? একজনকে বেছে নেবেন যেভাবে

এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, প্রেমিকার অবহেলার প্রত্যুত্তরে ঠিক কোন চাল চাললে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে? আর সেই বিষয়টি নিয়েই সমাধান জানুন।

realtionship

​নিজেই সময় চান​


বিজ্ঞাপন


​প্রেমিকা হঠাৎ করেই আপনার প্রতি উদাসীন হয়ে পড়লে, চুপচাপ বসে থেকে লাভ নেই। তার বদলে একটু নেড়েচড়ে উঠুন। তারপর প্রেমিকার কাছে বারবার করে সময় চান। এমনকি তিনি সময় দিতে না চাইলেও আপনি বারবার করে দেখা করার জন্য, কথা বলার জন্য সময় চাইতে থাকুন। আশা করছি, এই কাজটা সেরে ফেললেই প্রেমিকা আপনার কথা শুনবেন। তারপর তিনি নিজেই নিজের ভুলে বুঝে আপনার কাছে ফিরবেন।

তার পছন্দের জায়গায় যান​

এখন ক্রাইসিসের সময় চলছে। তাই এমন পরিস্থিতিতে আর নিজের ভালোলাগাকে বেশি প্রাধান্য দেবেন না। বরং এমন সময় চেষ্টা করুন প্রেমিকার পছন্দের কোনও জায়গায় দেখা করার। এই কাজটা করলেই দেখবেন প্রেয়সীর মনের ভার কিছুটা হলেও কমে যাবে। তারপর তিনি আবার আপনার সঙ্গে মন খুলে মিশতে শুরু করে দেবেন। আর এটাই যে আপনার জয় বন্ধু।

rela

ক্ষমা চাইতে নেই দোষ​

প্রেমের গাড়িকে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইলে ভুল স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এমনকি আপনার কোনও দোষ না থাকলেও অকারণেই চেয়ে নিন ক্ষমা। ব্যস, তাতেই প্রেমিকার মনের অন্দরে পৌঁছে যাবে আপনার ভালোবাসার আর্তি। তখন তিনি নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবেন। তারপর আবার নতুন করে ধীরে-সুস্থে পথ চলতে শুরু করবে ভালোবাসা। তাই এমন সমস্যার ফাঁদে পড়লে এই টেকনিক ব্যবহার করতে ভুলবেন না যেন।

পুরানো সেই দিনের কথা​

একসঙ্গে থাকতে থাকতে জীবনে একঘেয়েমী চলে আসা স্বাভাবিক। আর এমনটা ঘটলেই নিজেদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। তাই এবার সময় পেলেই তার সঙ্গে পুরনো সেই হাসিখুশি দিনগুলোতে ফিরে যান। তখন আপনারা কী করতেন, কী ধরনের কথা বলতেন, একে অপরকে কীভাবে সামলাতেন– এসব কথা বারবার করে তুলুন। পারলে সেই সময়কার কিছু আনন্দের মুহূর্তের ছবিও তাকে পাঠাতে পারেন। হয়তো তাতেই তার মনের অন্দরে হারানো প্রেম ফিরবে।

relation_ship_pic

​​একবার তলিয়ে দেখুন​

অনেক সময় নারীদের এই ধরনের আচরণের পিছনে অন্য কোনও ইঙ্গিতও থাকে। হয়তো তিনি আপনাকে ছেড়ে আজকাল অন্য কারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাই তার কাছে আপনার আর কোনও গুরুত্বই নেই। তাই উপরের সব টেকনিক ব্যবহার করার পরও যদি প্রেমিকা না শোনেন, তাহলে এই দিকটা একবার খতিয়ে দেখতে পারেন। তারপর যদি এমন কোনও ইঙ্গিত পান, তাহলে এই সম্পর্কে সময় নষ্ট না করা আর আপনার উচিত নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর