একজন নারীর একাধিক পুরুষকে ভালো লাগতেই পারে। কিন্তু একাধিক মানুষের সঙ্গে তো আর প্রেমের সম্পর্কে জড়ানো যায় না। কাজটি অনৈতিকও বটে! তাই কাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তা দিয়ে অনেক নারীর মনেই দ্বন্দ্ব থাকে।
সম্পর্ক ভালো রাখার জন্যে প্রত্যেক পুরুষ-মহিলাকে সমানভাবে চেষ্টা চালাতে হয়। কিন্তু কোনও কোনও সময়ে পরিস্থিতি হয় জটিল। অনেকেই যে একসঙ্গে দুজন পুরুষকে মন দিয়ে বসেন। সেক্ষেত্রে আসল মনের মানুষকে চিনে নেওয়াও জরুরি। কী করবেন?
বিজ্ঞাপন
আপনিও কি একই পরিস্থিতিতে পড়েছেন? একসঙ্গে দুই পুরুষকে ভালোবেসে ফেলেছেন? এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। আসলে সম্পর্কে থাকাকালীন কোনও কোনও সময়ে আপাতমোহ আমাদের তাড়না করে। এমন পরিস্থিতিতে সঠিক মানুষটিকে চিনে নেওয়াই প্রয়োজন। তাহলে দেখবেন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দুই পুরুষের মধ্য়ে আপনার মনের মানুষটি কে, সে কথা বুঝবেন কীভাবে? সিদ্ধান্ত নেওয়ার আগে এসব দিকে খেয়াল রাখুন।

আপনার কথা কে ভাবেন?
দুই ব্যক্তির মধ্য়ে কে আপনার খেয়াল রাখেন বেশি? এই বিষয়ে নজর রাখুন। তাহলেই দেখবেন আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
বিজ্ঞাপন
যিনি আপনার যত্ন নেন এবং আপনার ভালো-মন্দের কথা ভাবেন, আপনিও তার কথা ভাবুন। সেই ব্যক্তির সঙ্গে বেশি সময় কাটান, তাহলেই দেখবেন ভুল মানুষটির প্রতিচ্ছবি ধীরে ধীরে মন থেকে মুছে যাবে।
বুদ্ধি দিয়ে বিবেচনা করুন
মনের মানুষকে চিনে নেওয়ার জন্যে সব সময়ে তাড়াহুড়া করা বোকামি। কখনও কখনও বুদ্ধি দিয়ে বিবেচনা করারও প্রয়োজন পড়ে। তাই আপনিও সতর্ক হন।
কোনও শান্ত জায়গায় বসে বর্তমান পরিস্থিতির খারাপ ও ভালো দিক খাতায় নোট করুন। তারপরে সামগ্রিক বিষয়টি আরও একবার ভাবুন এবং সিদ্ধান্ত নিন।

কার কথা বারবার মনে পড়ে
আপনি সারাদিনে কার কথা ভাবেন, তা একবার বিবেচনা করুন। প্রয়োজনে পরিস্থিতি নিয়ে কোনও এক কাছের বন্ধুর সঙ্গে আলোচনা করুন। তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। তাছাড়া যার চিন্তা আপনার সারাদিনের সঙ্গী, তিনিই যে আপনার প্রকৃত মনের মানুষ, তা বুঝতে সময় লাগে কি?
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার ৫ কৌশল
পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে তো?
দুজন পুরুষকে মন দিয়েছেন, কিন্তু দুজনেই আপনাকে সম্মান করেন? তাই মনের মানুষের খোঁজ করতে এদিকটি খেয়াল রাখা জরুরি। যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে, সেটিকে আপন করে নিন।

ভবিষ্যতের কথা ভাবুন
আপনি কার সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করেন, সে কথা আরও একবার ভাবুন। যদি সঠিক মানুষের সন্ধান মেলে, তাহলে তার সঙ্গে মুখোমুখি আলোচনা করুন। কারণ স্বচ্ছ কমিউনিকেশনই আপনাদের সম্পর্কটিকে আরও সুন্দর ভাবে গড়ে তুলবে।
মনে রাখবেন, সম্পর্ক ভালো রাখর জন্যে প্রথমেই একে অপরের মধ্য়ে স্বচ্ছতা গড়ে তোলা জরুরি। তাই আপনার আপাতমোহের কথা একবার সঙ্গীকে জানিয়ে রাখলে ক্ষতি কী?
এজেড

