রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেশি ঘুমালে কি ওজন বাড়ে? যা বলছে গবেষণা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

বেশি ঘুমালে কি ওজন বাড়ে? যা বলছে গবেষণা 

‘আর ঘুমাস না। বেশি ঘুমিয়েই মোটা হচ্ছিস’—মায়ের কাছে এমন কথা অনেকেই শুনেছেন। বেশিরভাগ মানুষই মনে করেন, অতিরিক্ত ঘুমের কারণে মেদ বাড়ে। বিশেষত দুপুরের ভাত ঘুম ওজন বাড়ায়। কিন্তু আদৌ কি এই কথা সত্য? দেহের ওজনের সঙ্গে কি ঘুমের কোনো সংযোগ রয়েছে? 

চলুন জেনে নেওয়া যাক কী বলছে গবেষণা- 


বিজ্ঞাপন


সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিডিস ঘুম ও মেদের সম্পর্ক নিয়ে একটি গবেষণা চালিয়েছে। এই গবেষণায় বলা হয়েছে, বর্তমানে ১৯৮০ সালের তুলনায় ওবেসিটি বা স্থূলত্বের শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বেড়েছে টাইপ টু ডায়াবিটিসের মতো সমস্যা। এর সঙ্গে ঘুমের সম্পর্ক কোথায়? কী বলছেন বিজ্ঞানীরা? 

sleep2

১৬১৫ জন পূর্ণবয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। এজন্য তাদের খাদ্যতালিকা এবং গড় ঘুমের সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। গবেষণার ফল ‘প্লাস ওয়ান’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে। তাতে যা বলা হয়েছে তা শুনলে অবাক হবেন বটে। 

গবেষণা অনুযায়ী, বেশি নয় বরং কম ঘুম মেদ বেড়ে যাওয়ার বড় কারণ। গবেষণায় দেখা গেছে, যারা দিনে গড়ে ছয় ঘণ্টা ঘুমান তাদের কোমরের মাপ প্রতিদিন নয় ঘণ্টা ঘুমানো মানুষের তুলনায় তিন সেন্টিমিটার বেশি। অর্থাৎ কম ঘুমালে দেহে মেদ জমে, ওজন বাড়ে। 

sleep3

এখানেই শেষ নয়। পর্যাপ্ত ঘুম না হওয়া বাড়ায় ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি। এমনটাই জানা গেছে গবেষণায়। গবেষকদের দাবি, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপরে নির্ভর করছে তার কতটা ঘুম জরুরি। কিন্তু সাধারণভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে অন্তত সাত থেকে নয় ঘণ্টা ভালো ঘুম প্রয়োজন। নয়তো ওজন বাড়ার আশঙ্কা রয়েছে। 

এবার আপনি বলুন, এতো কিছুর পর কি বেশি ঘুমকে মেদ বাড়ার কারণ বলা যায়? মোটেও না। এমনটাই মত এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের। আগামীতে এই বিষয়ে আরও খুঁটিয়ে কাজ হলে কতটা ঘুমের সঙ্গে কী পরিমাণ ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে, তা বোঝা যাবে বলে মনে করেন তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর