মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গরমে আরাম দেবে রঙ বাংলাদেশের টি-শার্ট 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

গরমে আরাম দেবে রঙ বাংলাদেশের টি-শার্ট 

বৈশ্বিক পরিস্থিতির কারণে সারাদেশে অসহ্য তাপদাহ এবং অসহনীয় গরম। সকল কিছু মিলিয়ে জনজীবন অতিষ্ট। গরমে বাইরে বের হওয়ার জন্য আরামদায়ক পোশাক এবং সেই পোশাকের রঙ দুইটাই অতি গুরুত্বপূর্ণ। 

রঙ বাংলাদেশ সব সময়েই সময়, স্থান, কাল, পাত্র বিবেচনায় পোশাক ডিজাইন ও তৈরি করে। ফলে প্রতিটি সময়েই রঙ বাংলাদেশের পোশাক ক্রেতাদের জন্য থাকে পছন্দনীয় এবং আরামদায়ক।


বিজ্ঞাপন


CHILD

গরমের জন্য টি-শার্ট সব সময়েই পছন্দের তালিকায় থাকে সবার। ঢিলেঢালা হালকা টি-শার্ট এই গরমে স্বস্তিদায়ক। রঙ বাংলাদেশ এর টিশার্ট ১৫০-১৭০ জিএসএম এর নিট কটন ফেব্রিক দিয়েই তৈরি করা হয়।

BRO

কটন কাপড় পড়তে সবসময়েই আরামদায়ক। এছাড়াও কাপড় তৈরিতে সুতা থেকে ডায়িং-সুইং করে প্রস্তুতের সকল ধাপেই থাকে রঙ বাংলাদেশ এর নিজস্বতা। 


বিজ্ঞাপন


সৃজনশীল ডিজাইনের বিভিন্ন প্রকার স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ফ্লক প্রিন্ট, স্টিকার প্রিন্ট টি-শার্টগুলোকে করে আরো আকর্ষণীয় । এছাড়াও সবক্ষেত্রেই সর্বোচ্চ কোয়ালিটি থাকছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পণ্যে। 

আরও পড়ুন: কোন রঙের পোশাক পরলে গরম কম লাগে?

বড়দের ও শিশুদের একই ডিজাইনের ম্যাচিং টি-শার্ট, পোলো টিশার্টও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের প্রতিটি আউটলেটে । ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর