শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

পৃথিবীর সব মানুষ একসঙ্গে লাফ দিলে কী ঘটবে? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

পৃথিবীর সব মানুষ একসঙ্গে লাফ দিলে কী ঘটবে? 

পৃথিবীর সবকিছুরই নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলো স্বাভাবিক নিয়মেই চলতে থাকে। এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে কেউ ভাবে না। ভাবার প্রয়োজনও পড়ে না। লাফ দেওয়া সম্পর্কে সবাই জানেন। ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই কাজটির সঙ্গে পরিচিত। 

আচ্ছা হঠাৎ করে যদি পৃথিবীর সব মানুষ একসঙ্গে লাফ দেয় তাহলে কী হবে? প্রশ্ন শুনে হয়তো আপনার হাসি পাবে। কারণ এমন কিছু কখনো কল্পনাতেও আসেনি। কিন্তু বিজ্ঞানীরা ঠিকই ভেবেছেন বিষয়টি নিয়ে। আর তারা আন্দাজও করেছেন সবাই একসঙ্গে লাফ দিলে কী ঘটবে। 


বিজ্ঞাপন


jump2

পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন মানুষের বাস। ২০২২ সালের ১৫ নভেম্বরের হিসাব এটি। ধারণা করা হচ্ছে, ২০৩৭ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বেড়ে ৯ বিলিয়নে পৌঁছাবে। এই বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে লাফ দিলে কী হবে? 

বিজ্ঞানীরা বলছেন, এমন ঘটনা ঘটলে তেমন বড় কিছু ঘটবে না। পৃথিবীর সবাই একসঙ্গে লাফ দিলে একটি বিশাল বড় মরুভূমির ওপর সামান্য একটি পোকা নড়ার মতো করে অনুভূতি হবে। সামান্য একটু নড়বে পৃথিবী। কতটা সামান্য? একটি হাইড্রোজেনের পরমাণুর থেকেও কম! 

jump3


বিজ্ঞাপন


সবাই মিলে দ্বিতীয়বার লাফ দিলে পৃথিবী আবার আগের অবস্থানে ফিরে আসবে। এর বেশি কিছু সমস্যা হবে না। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর