রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাফির লাইম: লেবুর রাজা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

lime

কাফির লাইম বা কাফির লেবুর কথা অনেকেই শুনেছেন হয়তো। অনেকের কাছেই এটি লেবুর নতুন ধরন। সাধারণ লেবু রসের জন্য ব্যবহৃত হয় কিন্তু কাফির লাইম বিখ্যাত তার ঘ্রাণের জন্য। এই লেবুর খোসা, রস ও পাতা সুঘ্রাণ দেয়। জানুন কেন কাফির লাইমকে লেবুর রাজা বলা হয়। 

জানলে অবাক হবেন, কাফির লেবুর রসের চেয়ে এর পাতা বেশি ব্যবহৃত হয়। তরকারির স্বাদ, ঘ্রাণ বাড়াতে এই পাতার ব্যবহার বিশ্ব জুড়ে। 


বিজ্ঞাপন


kafir_lime

কাফির লাইম কী?

কাফির লাইম একটি সাইট্রাস ফল। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয়। ফলটি প্রায়শই থাই এবং লাও রান্নায় ব্যবহৃত হয় এবং পাতাগুলো ভিয়েতনামী এবং কম্বোডিয়ান রান্নায় ব্যবহৃত হয়। বাংলাদেশি রান্নায়ও সম্প্রতি এর ব্যবহার বেড়েছে। 

ইংরেজি ভাষায় এই লেবুকে কাফির লাইম, ম্যাকরুট লাইম বলে ডাকা হয়। এর আদি নিবাস হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন সহ উষ্ণমণ্ডলীয় অঞ্চল। এর ফল এবং পাতা দক্ষিণ এশীয় রন্ধনশৈলীতে এবং নির্যাস তেল সুগন্ধি শিল্পে ব্যবহৃত হয়। এই গাছের পাতা চটকালে লেবুর গন্ধ পাওয়া যায়।


বিজ্ঞাপন


lime_pic

কাফির লাইমের ব্যবহার

এই গাছের সব থেকে বহুল ব্যবহৃত অংশ হলো পাতা, যা তাজা, শুকনো বা হিমায়িত অবস্থায় ব্যবহার করা হয়। থাই ও লাও রন্ধনশৈলীতে টম ইয়ামের মত খাবার প্রস্তুতিতে পাতা ব্যবহৃত হয়। কম্বোডীয় রন্ধনশৈলীতে কুরুয়েং তৈরিতে পাতা ব্যবহৃত হয়। ভিয়েতনামী রন্ধনশৈলীতে মুরগী রান্নায় স্বাদ বাড়াতে এবং শামুক সিদ্ধের সময় অস্বস্তিকর গন্ধ দূর করতে কাফির লেবুর পাতা ব্যবহার করা হয়।

ইন্দোনেশীয় রন্ধনশৈলীতে (বিশেষ করে বালি রন্ধনশৈলী ও জাভা রন্ধনশৈলী) সত আয়াম খাবার প্রস্তুতিতে এবং মুরগী ও মাছের তরকারিতে ইন্দোনেশীয় তেজপাতার সাথে কাফির লেবুর পাতা ব্যবহার করা হয়। দক্ষিণ ভারতীয় রন্ধনশৈলী, মালয়েশিয় রন্ধনশৈলী এবং বর্মী রন্ধনশৈলীতে কাফির লেবুর পাতা ব্যবহৃত হয়।

lime_pic__main

লাও এবং থাই তরকারির ঝোলে সুগন্ধি আনতে লেবুর খোসা ব্যবহার করা হয়। ক্রিয়োল রন্ধনশৈলীতে ফলের রস ব্যবহার করা হয়। কম্বোডীয় রন্ধনশৈলীতে পুরো ফলটিকে খাওয়ার জন্য ক্রিস্টালাইজ করা হয়।

কাফির লাইমের ঔষধি গুণ

কিছু এশীয় দেশে এই ফলের রস এবং খোসাবাটা প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করা হয়। শ্যাম্পুতে লেবুর রস ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় এটা মাথার উকুন মেরে ফেলে।

lime-inner

থাইল্যান্ডে ফলের রস কাপড় ও চুলের পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। কম্বোডিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে লেবুর টুকরো মেশানো পানি পরিবেশন করা হয়।

বাংলাদেশে কাফির লাইমের জন্ম বা উৎপত্তি হলেও বড় বড় রেস্তোরাাঁ ছাড়া ব্যবহার দেখা যায় না৷ যদিও এই লেবুর পাতার সুগন্ধি এতই বেশি যে, সব উন্নত দেশের খাবারের বেশিরভাগ মেনুতে এটা ব্যবহার করা হয়। দেশে বড় বড় সুপারশপে অনেক দামে বিক্রি হয় এই লেবুর শুকনা ও কাঁচা পাতা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর