সোহিনী সরকারের লাস্যময়ী অবতার আর কাজল কালো চোখের প্রেম বারবারই পড়েন তার অনুরাগীরা। তার গজদন্তের হাসির সঙ্গে হালকা সাজ মুগ্ধ করে অসংখ্য মানুষকে। কেবল রূপ নয়, গুণেও অন্যদের চেয়ে এক পা এগিয়ে সোহিনী। আর অভিনয় দক্ষতা প্রশংসা পাওয়ার যোগ্য।
সোহিনীর ফ্যাশন সেন্স সবসময়ই ভালো। আর তাই নেটপাড়ায় তিনি থাকেন লাইমলাইটে। সম্প্রতি নতুন এক শ্যুটে দেখা মিলল এই অভিনেত্রীর। তবে সচরাচর তিনি যেমনটা সাজেন, তার তুলনায় এই সাজ একদমই ভিন্ন। আটপৌরে শাড়ির ছোঁয়ায় মোহনীয় হয়ে উঠেছেন তিনি। সোহিনীর এই লুকের খুঁটিনাটি চলুন জানা যাক-
বিজ্ঞাপন

সৌগত সরকারের ডিজাইন করা শাড়ি এবং তারই ভাবনায় সেজে উঠেছিলেন সোহিনী। হঠাৎ করে তার ছবিগুলো দেখলে মনে হবে এ যেন তেলরঙে আঁকা কোনো তৈলচিত্র। শিল্পীর নিখুঁত তুলিতে যেন ফুটে উঠেছে সোহিনীর মায়ামুখ।
আরও পড়ুন- ভারতের কোন প্রদেশ কী শাড়ির জন্য বিখ্যাত?
নতুন শ্যুটের ছবি শেয়ার করতেই নেটপাড়ায় অসংখ্য মানুষ প্রশংসায় ভাসান। তার ভরাট কাজল রাঙা চোখ আর কিলার এক্সপ্রেশন যে অনুরাগীরা লুফে নিয়েছেন তা বোঝা যায় কমেন্ট বক্সে চোখ বোলালেই।

সরিষা রঙের তসর সিল্কের শাড়ি পরেছিলেন সোহিনী সরকার। এই শাড়ির আঁচলে দেখা মিলেছে নানা রঙের। খুব আকর্ষণীয়ভাবে শাড়িটি পরেছিলেন সোহিনী। তার ড্রেপিং স্টাইল মুহূর্তেই সবার নজর কেড়েছিল। আঁচল পেছনে না ছড়িয়ে সামনে টেনে নিয়েছিলেন অভিনেত্রী। যা সৌন্দর্যকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়।
শাড়িতে বিশেষ কোনো কারুকাজ বা এমব্রয়ডারি ছিল না। তবু সাধারণ শাড়িটিতেই অসাধারণ লাগছিল সোহিনীকে। কারণ সাজের সঙ্গী ছিল নজরকাড়া একটি ব্লাউজ।

মানানসই ব্লাউজে লাগিয়েছিলেন তাক
মানানসই ব্লাউজও স্টাইল করেছিলেন একই ডিজাইনার। হ্যান্ড এমব্রয়ডারি করা ডিপ ইউ নেকলাইনের ব্লাউজের নেকলাইনে জরি ওয়ার্ক করা হয়েছিল। হঠাৎ দেখলে যা গলার হারের মতো লাগছিল। সাজে বনেদিয়ানা লুক এনেছিল এই কাজ। এছাড়া ব্লাউজের স্লিভে ছিল বিশেষ এমবেলিশমেন্ট, যা দেখে মুগ্ধ হয়েছিলেন ফ্যাশন সচেতন অনেকেই।
মায়াবী সাজে মোহনীয় সোহিনী
সাজ সম্পূর্ণ করতে শাড়ি-ব্লাউজের সঙ্গে মানানসই গয়না পরেছিলেন। ব্লাউজের গলার কাজটি জমকালো হওয়ায় গলায় কোনো নেকপিস তিনি পরেননি। লুকের সৌন্দর্য বাড়িয়েছে কানের দুল আর হাতের চুড়ি। সেসঙ্গে মেকআপেও ছিল অন্যরকম ছোঁয়া।

চোখে ছিল ঘন কালো কাজল যা কিলার লুক সৃষ্টি করেছিল। কপালের লাল টিপ যেন প্রতিনিধিত্ব করছিল বাঙালি নারীকে। সোহিনী তার সিঁথি রাঙিয়েছিলেন লাল সিঁদুরে। অল্প সাজসজ্জায় স্বর্গের অপ্সরি হয়ে সৌন্দর্য ছড়িয়েছেন এই টলি নায়িকা। তার সাজ কেমন লাগলো আপনার?
এনএম

