সোহিনী সরকার। যার মিষ্টি হাসি দেখলেই ঝড় ওঠে অনুরাগীদের মনে। অভিনেত্রীর স্টাইল থেকে ফ্যাশন সবকিছু নিয়েও আলোচনা চলে অনুরাগী মহলে। আর তা হবে নাই বা কেন? শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক সবকিছুতেই দারুণভাবে মানিয়ে যায় তাকে।
সম্প্রতি এই অভিনেত্রী একটি সিল্ক শাড়িতে ফটোশ্যুট করেছেন। স্লিভলেস ব্লাউজের সঙ্গে গোলাপি শেডের শাড়ির ছোঁয়ায় তার সৌন্দর্য পেয়েছে অন্যরকম মাত্রা। যা ইতোমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে গেছে। কীভাবে সেজেছেন সোহিনী? চলুন বিস্তারিত জেনে নিই-
বিজ্ঞাপন

সোহিনীর শাড়িটি কে ডিজাইন করলেন?
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়ালের সংগ্রহ থেকে শাড়িটি বেছে নিয়েছেন সোহিনী। গোলাপি রঙের বিভিন্ন শেডে সাজানো হয়েছে শাড়ি। এতে থাকা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক নজর কাড়ছিল সবার। এই শাড়ির উপর করা হয়েছে লাইন সিকুইন ওয়ার্কও, যা সোহিনীর লুককে এক অন্যমাত্রায় নিয়ে যায়।

বিজ্ঞাপন
ব্লাউজে ছিল বোল্ড ছোঁয়া
সিল্কের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ দিয়ে স্টাইল করেছিলেন অভিনেত্রী। ব্লাউজের ব্যাক ডিটেলিং ছিল বেশ আকর্ষণীয়। লো কাট নেকলাইন আর কাট আউট স্লিভ ডিটেলিং লুকে এনে দিয়েছিল বোল্ড ছোঁয়া।

সোহিনীর শাড়িটির পাড়েও বিশেষ কারুকাজ ছিল। ট্যাডিশনালভাবেই শাড়িটি পরেছিলেন অভিনেত্রী। এমনভাবে শাড়ির ভাঁজ সেট করেছিলেন যেন তার ফিগার হাইলাইট হয়।

সাজগোজের বাদবাকি
লুক সম্পূর্ণ করতে সোহিনী পরেছিলেন মানানসই জুয়েলারি। স্টেটমেন্ট ইয়াররিংস তার লুককে হাইলাইট করেছিল। তার হেয়ারস্টাইলও ছিল নজরকাড়া। সেসঙ্গে গ্ল্যাম মেকআপ আর উইংড আইলাইনারও বেশ মানিয়েছিল।

