বাজারে গেলেই এখন দেখা মিলছে টাটকা পালং শাকের। সারাবছর পাওয়া গেলেও এই সময়ের পালং শাকের স্বাদ হয় আলাদা। কেবল খেতেই যে সুস্বাদু তা নয়। এই শাক স্বাস্থ্যকরও বটে। পালং শাকে আছে ভিটামিন এ, সি এবং কে এর মতো উপাদান। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি। ভালো রাখে দৃষ্টিশক্তিও।
আয়রনে পরিপূর্ণ পালং শাক শরীরে অক্সিজেনের যোগান মেলায়। রক্তাল্পতার বিরুদ্ধে লড়াই করতে এই শাক বেশ উপকারী। ওজন কমাতে দারুণ কাজ করে পালং শাক। কীভাবে এই শাক খেলে ওজন কমবে, জানুন তার উপায়-
বিজ্ঞাপন

পালংয়ের অমলেট
বেশ খানিকটা পালং শাক ধুয়ে নিন। একটি ননস্টিক প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে নিন। এতে পালং শাকগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখুন। বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। পালং শাক নরম হয়ে গেলে লবণ, গোলমরিচ, টমেটো দিয়ে ফেটিয়ে রাখা দুটি ডিম পালং শাকের উপর ঢেলে দিন। এই অমলেট দিয়ে সেরে ফেলুন সকালের নাশতা।
পালং শাকের স্মুদি
বিজ্ঞাপন
ব্লেন্ডারে পালং শাক, অর্ধেকটা কলা, গ্রিক ইওগার্ট, কয়েকটি কাঠবাদাম আর সামান্য মধু দিয়ে ভালো করে বেটে নিন। সকালের নাশতায় এক গ্লাস এই স্মুদি খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকবে।

পালং পরোটা
পালং শাকের কুচি, ছানা, কাঁচামরিচ কুচি, লবণ, গোলমরিচ, কসৌরি মেথি, জোয়ান ভালো করে মিশিয়ে আটার সঙ্গে ভালো করে মেখে নিন। এবার মিশ্রণ পরোটার মতো বেলে অল্প অলিভ অয়েলে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে পালং-পনির পরোটা। দইয়ের সঙ্গে খেতে পারেন স্বাস্থ্যকর এই পরোটা।
এনএম

