বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

দাম্পত্য জীবনে সুখ আনতে বেডরুমে এসব বদল আনুন 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

relationship

সারা দিনের কর্মব্যস্ততা, অফিসে কাজের চাপ, মানসিক টানাপড়েন— সব কিছু সামলে দাম্পত্য জীবনের প্রতি কোথাও একটা অবহেলা না চাইতেও করে বসেন অনেকে। বিয়ের পর যত দিন কাটতে থাকে, দাম্পত্যে রসায়নও যেন বদলাতে শুরু করে। উষ্ণতা যেন খানিক হারিয়ে যায়। সম্পর্কে সুখ ফিরিয়ে আনতে অনেকে অনেক রকম প্রচেষ্টাই করেন। দাম্পত্য জীবনে রং ফেরাতে শোয়ার ঘরে সামান্য বদল এনে দেখতে পারেন।

সারাদিনের কর্মব্যস্ততা, অফিসে কাজের চাপ, নানা মানসিক টানাপড়েন- সবকিছু ছাপ পড়ে দাম্পত্যে। রোজকার ব্যস্ততায় নিজেদের মধ্যে সময় কাটানো আর হয়ে ওঠে না। বিয়ের পর সময় যত কাটতে থাকে, দাম্পত্যে রসায়নও তত বদলাতে থাকে। হারিয়ে যায় উষ্ণতা। 


বিজ্ঞাপন


couple2

সম্পর্কে সুখ ফেরাতে অনেকে অনেকরকম চেষ্টাই করেন। তবে দাম্পত্যে রঙ ফেরাতে ভূমিকা রাখে ঘরের পরিবেশও। বেডরুমের ছোটখাটো কিছু পরিবর্তনে ফেরাতে পারেন কেটে যাওয়া সুর। চলুন বিস্তারিত জানা যাক- 

 

 

সুগন্ধির ব্যবহার 

বেডরুমের পরিবেশ রঙিন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে সুগন্ধি। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন সুগন্ধি মোমবাতি কিংবা টাটকা ফুল। একটি বড় পাত্রে খানিকটা পানি নিয়ে তার ওপর গোলাপের কয়েকটি পাপড়ি ছড়িয়ে দিন। সঙ্গে দিন ল্যাভেন্ডার, জ্যাসমিন ইত্যাদির গন্ধযুক্ত এসেনসিয়াল তেল ছড়িয়ে দিতে পারেন। রোম্যান্টিক পরিবেশে রোম্যান্স হবে ভরপুর। 

couple3

আলো-আঁধারি পরিবেশ 

শোবার ঘরে রোম্যান্টিক পরিবেশ চাইলে আলো-আঁধারি পরিবেশ তৈরি করুন। এক্ষেত্রে ব্যবহার করুন ডিম লাইট, মোমবাতির আলো, টুনি আলো ইত্যাদি। বিছানার পাশের টেবিলে রাখতে পারেন। ঘনিষ্ঠ মুহূর্তে আলো-আঁধারির পরিবেশ জমবে দারুণভাবে। 

 

 

পছন্দের গান 

খিটখিটে মেজাজ মুহূর্তে ভালো করে দিতে পারে সুন্দর একটি গান। বেডরুমে চালিয়ে রাখুন রোম্যান্টিক কিছু গান। সারাদিনের ক্লান্তি দূর হবে নিমিষে। দু’জনে মিলে একান্ত মুহূর্ত কাটানোর সময়ে গান শুনুন। মন্দ লাগবে না। বেডরুমে একটা ব্লুটুথ স্পিকার রাখা যেতেই পারে।

couple4

পরিচ্ছন্নতা জরুরি 

ঘর কোনোভাবেই অপরিচ্ছন্ন রাখা চলবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় অনেকে ঘর অপরিষ্কার রেখে বেরিয়ে যান। এই কাজটি করবেন না। ঘুম থেকে উঠেই সুন্দর করে ঘর গুছিয়ে ফেলুন। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে ঘর অপরিষ্কার দেখলে মেজাজ আরও খারাপ হয়ে যায়। ঘর পরিষ্কার রাখার অভ্যাস করুন। 

 

 

উজ্জ্বল রঙের ব্যবহার 

শোয়ার ঘরে উজ্জ্বল রং ব্যবহার করতে চেষ্টা করুন। হোক সেটি দেওয়াল কিংবা বিছানা। রঙ ওঠা বিছানার চাদর, পর্দা বাতিল করুন। সাদা কিংবা প্যাস্টেল শেডের চাদর বেছে নিতে পারুন। বিছানার ওপর কয়েকটি নরম বালিশ, বিছানার চাদরের সঙ্গে মানানসই রঙের কমফোর্টার রাখতে ভুলবেন না। 

couple5

বেডরুমের পরিবেশ শান্তিময় হওয়া চাই। এতে মন ভালো থাকবে। দাম্পত্যের রসায়নও জমে উঠবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর