সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাশিয়ান চিকেন কাটলেট রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

cutlet

মুরগির মাংস দিয়ে হরেকরকম মজার খাবার তৈরি করা যায়। ফ্রাই থেকে শুরু করে স্যুপ, ভুনা বা ঝোল সবভাবেই এটি খাওয়া যায়। মুরগির মাংসের মজার একটি পদ রাশিয়ান চিকেন কাটলেট। কীভাবে এটি তৈরি করবেন? চলুন জেনে নিই রেসিপি- 

উপকরণ 


বিজ্ঞাপন


মুরগীর বুকের মাংস- ৫০০ গ্রাম
সেদ্ধ আলু- ৩টি 
গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ

cutlet1
কর্ণ ফ্লাওয়ার- ২ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ মিহি কুচি- ২ টে চামচ
কাঁচা মরিচ কুচি- ২টি
টমেটো সস- ১ টেবিল চামচ

cutlet3
লবণ- স্বাদমতো 
ধনে পাতা কুচি- ১ টে চামচ
ডিম- ২ টি
সেমাই- ২ কাপ (ছোট ছোট করে ভেঙে নেয়া)
তেল- ভাজার জন্য

প্রণালি


বিজ্ঞাপন


একটি পাত্রে মুরগীর মাংস নিন। এর সঙ্গে আদা-রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করুন মাংস সেদ্ধ করে পানি শুকিয়ে নিন।

এবার কাটা চামচের সাহায্য মুরগীর মাংস ছাড়িয়ে নিন। এটি ঝুরা মাংসের মতো করতে হবে। এবার সেদ্ধ আলু চটকিয়ে মাংসের সাথে মেশান। সঙ্গে মেশান গোল মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, সস, একটি ডিম ও প্রয়োজন হলে কর্ণফ্লাওয়ার। 

cutlet4

সব উপাদান একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। ১০ মিনিট ফ্রিজে রেখে সেট হতে দিন। ফ্রিজ থেকে বের করে কাটলেটের শেপে গড়ে নিন। 

১টি ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিন। ফেটানো ডিমে সাবধানে কাটলেটগুলো চুবিয়ে ছোট ছোট করে ভাঙা সেমাইয়ে জড়িয়ে আবারও কিছু সময় ফ্রিজে সেট হতে দিন। 

একটি প্যানে তেল গরম করে কাটলেট হালকা আঁচে সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিন। সস বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর