শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

খেজুর খেলে যেসব রোগ নিরাময় হয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

মরুর ফল খেজুর। যা পাওয়া যায় পৃথিবী জুড়ে। অন্যতম জনপ্রিয় ফল এটি। যার দামও হাতের নাগালে। খেজুরের গুণাগুণের শেষ নেই৷ সুস্থ থাকতে ড্রাই ফ্রুটসের উপকারিতার কথা বারবার বলে এসেছেন ডাক্তাররা৷ ড্রাই ফ্রুচসের মধ্যে অন্যতম সেরা হল খেজুর৷ 

প্রোটিন, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার, ভিটামিন বি৬-সহ নানা গুণে সমৃদ্ধ খেজুর। শুকনা খেজুর রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এতে করে খেজুর থেকে বেশি পুষ্টি পাওয়া যায়। 


বিজ্ঞাপন


datesজানুন খেজুর খেলে কোন কোন রোগ নিরাময় হয়।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়: নিয়মিত খেজুর খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। 

হৃদযন্ত্র ভালো রাখে: হৃদযন্ত্র ভালো রাখতে নিয়মিত খেজুর যান। ফল পাবেন হাতে নাতে। 

হাড় মজবুত করে: খেজুর খেলে হাড় মজবুত হয়। 


বিজ্ঞাপন


datesপ্রোটিনে ভরা: খেজুর প্রোটিনের অন্যতম উৎস। 

কোলেস্টেরল কমায়: খেজুর খেলে কমে শরীরের কোলেস্টেরল।  

রক্তচাপ নিয়ন্ত্রণ করে: খেজুরের বহু গুণাগুণের মধ্যে আরও একটি হল এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে৷

datesআয়রনের উৎস: খেজুরে আছে আয়রন৷ তাই যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই রাতে খেজুর ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন৷

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর