মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছোলা: ইফতারে সুপার ফুড

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

ছোলা: ইফতারে সুপার ফুড

ইফতারে ছোল-মুড়ি খাওয়ার চল বাঙালি মুসলমানদের। ছোলা না হলে যেনো ইফতার পরিপূর্ণ হয় না। মুখোরোচক এই খাবারের পুষ্টিগুণ অনেক। পুষ্টিবিজ্ঞানীরা ছোলাকে সুপারফুড হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। তাই প্রতিদিনের ইফতারে রাখুন ছোলা। ইফতারে ছোলা খাওয়ার নানা উপকারিতা। 

কোষ্ঠকাঠিন্য দূর করে


বিজ্ঞাপন


রোজার মাসে শাক-সবজি কম খাওয়া হয়। ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য দূর করতে ইফতারে খান ছোলা। ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আমাদের খাবার হজমে খুব বেশি ভূমিকা রাখে। তাই রমজানে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দূরে থাকতে ছোলার কোন বিকল্প নেই।  

cholaহজমে সাহায্য করে

হজম প্রক্রিয়া সহজ না হলে শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। নিয়মিত ছোলা খেলে তা হজম সহজ করতে সাহায্য করে। কারণ হজম সহজ করার জন্য একটি প্রয়োজনীয় উপাদান হলো ভোজ্য আঁশ। ভোজ্য আঁশের অভাবে দেখা দেয় হজমের সমস্যা। ছোলা সেই ভোজ্য আঁশের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ছোলায় আছে র‌্যাফিনোজ নামক এক ধরনের দ্রবণীয় ভোজ্য আঁশ। এটি পেটের খাবার ধীর গতিতে ভাঙে। র‌্যাফিনোজকে ভাঙতে সক্ষম হলো একমাত্র স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়াই। ফলে ছোলা খেলে তা মলত্যাগের সময় কষ্ট কমায়। রোজায় হজমের সমস্যা এড়াতে তাই ছোলা খাওয়া জরুরি।

cholaকোলেস্টেরল কমায়


বিজ্ঞাপন


সুস্থ থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে হতে পারে হৃদরোগ, শারীরিক স্থূলতা, স্ট্রোকসহ অনেক রোগ। ছোলায় থাকা দ্রবণীয় ভোজ্য আঁশ এসব অসুখ দূরে রাখতে কাজ করে। এই আঁশ অন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখে। যে কারণে নিয়ন্ত্রণে থাকে শরীরে কোলেস্টেরলের পরিমাণ।

হাড় মজবুত করে

বর্তমানে হাড়ের সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। একটু বয়স বাড়তেই হাড়ের বিভিন্ন অসুখে ভুগতে শুরু করছেন অনেকে। সঠিক খাবার খাওয়ার মাধ্যমে হাড়ের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। সেজন্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত ভিটামিন ডি, খেতে হবে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার। ছোলায় পাওয়া যায় পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। ফলে নিয়মিত ছোলা খেলে হাড় মজবুত হয়।

cholaদ্রুত শক্তিবর্ধক

ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে দ্রুত শক্তি জোগায়। ছোলা শরীরে দ্রুত শক্তি জোগায়। শরীর চাঙ্গা করে। শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মেটায়। তাই ইফতারে থাকুক এক বাটি ছোলা। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর