শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

৪ আইনজীবীকে হেনস্তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

৪ আইনজীবীকে হেনস্তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চার আইনজীবীকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে ওই বিক্ষোভ পালিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক আইনজীবী পুলিশ কর্তৃক আইনজীবীদের হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজ দেশে আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার নেই। আজ মানবাধিকার ও ভোটের অধিকার আদায়ে আইনজীবীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

এ সময় তারা আইনজীবীদের হেনস্তার ঘটনায় ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেওয়াসহ হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

>> আরও পড়ুন: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে হাইকোর্ট মাজারে খাবার বিতরণ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন


এছাড়াও অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা ইউসুফ আলী, আবদুল বাতেন, ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়া, মো. জালাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী ফরিদ উদ্দিন খান, আবদুর রাজ্জাক, কহিনুর হোসেন খান, নাহিদ সুলতানা, আবু বকর সিদ্দিক প্রমুখ।

উল্লেখ্য, গতকাল সোমবার (২৯ মে) বিকেলে একটি সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের অফিসে যান জামায়াত সমর্থিত চারজন আইনজীবী। পরে সেখানে হেনস্তার শিকার হন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ সম্পাদক সাইফুর রহমানসহ চার জন আইনজীবী।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর