শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নির্বাচনে হাতাহাতি-ভাঙচুর: রিমান্ডে আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে হাতাহাতি-ভাঙচুর: রিমান্ডে আইনজীবী
ফাইল ছবি

দুই বছরের জন্য (২০২৩-২০২৪) সুপ্রিম কোর্ট বারের নেতা নির্বাচন নিয়ে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনায় সালাউদ্দিন রিগ্যান নামে এক আইনজীবীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলায় আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ বিষয়ে করা মামলায় এই আইনজীবীকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক জুলহাস উদ্দিন।


বিজ্ঞাপন


একই দিন রিমান্ড বাতিল ছাড়াও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ জামিন নামঞ্জুর করে এই আইনজীবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

>> আরও পড়ুন: ভোটের সমস্যা আইনজীবীদেরকেই সমাধান করতে বলেছেন প্রধান বিচারপতি

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ছাড়াও হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থী প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। গতকাল বুধবার (১৫ মার্চ) রাতে সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে এই মামলা করেন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর