শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

নাদিয়াকে চাপা দেওয়া সেই বাসচালক-হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

নাদিয়াকে চাপা দেওয়া সেই বাসচালক-হেলপার রিমান্ডে

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহতের ঘটনায় গ্রেফতার বাসচালক ও হেলপারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— বাসচালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের। 
 
এর আগে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

>> আরও পড়ুন:

নাদিয়ার ঘাতক সেই বাসের চালক-হেলপার গ্রেফতার

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, সেই বন্ধুর নামে মামলা


বিজ্ঞাপন


আজ সকালে রাজধানীর বাড্ডার আনন্দনগর থেকে ঘাতক বাসের চালক লিটন ও সহকারী আবুল খায়েরকে গ্রেফতার করা হয়। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে।

গতকাল রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। 

এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে প্রগতি সরণি এলাকায় গিয়েছিলেন নাদিয়া। তাদের মোটরসাইকেলটিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে নাদিয়া মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে বাসের সামনের চাকায় পিষ্ট হন। তার মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর