ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জিতে পরের দিনই দেশ ফিরে যান আর্জেন্টাইন ফুটবলাররা। বাড়ি ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন মেসি-ডি মারিয়ারা। এর মাঝেই অবাক করা কাণ্ড করে বসলেন আলবিসেলেস্তাদের প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি। বিশ্বের সেরা একজন ফুটবলার হয়েও নিজ থেকে ধন্যবাদ জানিয়েছেন এক জুতা নির্মাতাকে। শুধু তাই নয়। গোটা পরিবারের জন্য সেই ব্যক্তিকে জুতা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন লিও।
লুসিয়ানো নামের সেই জুতা নির্মাতা মেসির জন্য গত বছর একটি জুতা তৈরি করেন। তবে মেসির কাছে সেই জুতা কোনভাবেই পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এরপর এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন মেসির সতীর্থ রদ্রিগো ডি পল। তিনিই মেসির কাছে সেই জুতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ‘ফ্লিপ-ফ্লপ’ নামের সেই জুতা দেখতে সাধারণ স্লিপারের মতো। যার উপরে রয়েছে আর্জেন্টিনার পতাকা। তাছাড়াও সেখানে মেসির ১০ নম্বর জার্সির ছাপ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
— Roy Nemer (@RoyNemer) December 29, 2022
কাতার থেকে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে মেসি নিজ থেকে ইনস্টাগ্রামে বার্তা পাঠান লুসিয়ানোকে। সেখানে মেসি লিখেন, ‘ভাল আছো লুসিয়ানো? আমি লিও। যে জুতাটা আমার জন্য পাঠিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। খুবই ভাল হয়েছে। বাক্সটাও খুব সুন্দর। আমি জানতে চাচ্ছি, ওই রকম জুতা তুমি আমার সন্তান ও স্ত্রীর জন্য বানিয়ে দিতে পারবে কিনা।’ এর পর মেসি তার সন্তান ও স্ত্রীর পায়ের মাপ দিয়েছেন। নিজেরটাও দিতে ভুলেননি ‘লা পুলগা’।
আরও পড়ুন- আর্জেন্টিনার গোলরক্ষককে নিয়ে মুখ খুললেন এমবাপে
তবে এখন পর্যন্ত লুসিয়ানোর থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে মেসির পাঠানো সেই বার্তা এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নেটিজেনরা বলছেন, মেসি বলেই এমনটা সম্ভব। তিনি যেভাবে সবার খেয়াল রাখেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বিজ্ঞাপন
এফএইচ

