বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

এনামুল বাছিরের জামিন স্থগিত চেয়ে দুদকের আপিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

এনামুল বাছিরের জামিন স্থগিত চেয়ে দুদকের আপিল
ফাইল ছবি

ঘুষ গ্রহণের মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আটকাতে লিভ টু আপিল করেছে দুদক।

বুধবার (৩০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের পক্ষে এই আবেদন দায়ের করেন খুরশিদ আলম খান। তিনি বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।


বিজ্ঞাপন


এর আগে গত ২৩ আগস্ট বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আজ আপিল করল দুদক।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। 

আরও পড়ুন: যেভাবে ঘুষ কেলেঙ্কারিতে ফাঁসেন মিজান ও বাছির

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। পরে ওই মামলায় আপিল করেন এনামুল বাছির।


বিজ্ঞাপন


২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান এবং দুদকের এনামুল বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর