রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের রায় ট্রাইব্যুনালে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

Azhar
জামায়াত নেতা এটিএম আজহার। ফাইল ছবি

মৃত্যুদণ্ডের রায় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি ঢাকা মেইলকে জানান ট্রাইব্যুনালের প্রসিডিকিটর গাজী এমএইচ তামিম। 


বিজ্ঞাপন


এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেন।

আরও পড়ুন: খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটাই মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় এবং আসামি খালাস পেলেন।

রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই এটিএম আজহারকে ফাঁসি দেওয়া হয়েছিল। বিচারের নামে অবিচার করা হয়েছিল।


বিজ্ঞাপন


A

এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আরও পড়ুন: সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়: আপিল বিভাগ

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

আরও পড়ুন: এটিএম আজহারের খালাসের রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়। 

গত ৮ মে এই মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। অবশেষে মঙ্গলবার (২৭ মে) তিনি খালাস পেলেন।

এআইএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর