ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) মামলার তদন্তকারীর কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামসেদ আলম এই আদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাবিতে ৭ সদস্যের কমিটি
গ্রেফতারকৃত তিন আসামি হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন গ্রেফতার
এদিন আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে নিহতের দুই বন্ধু জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।
আরও পড়ুন: সাম্য হত্যার বিচার চাইলেন সারজিস
এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। পরে রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এফ রহমান হলে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছেলে সাম্য এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন বলে জানায় তার বন্ধুরা।
এএইচ

