গত জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের মামলায় প্রথম কোনো অ্যাডমিন ক্যাডারের বিসিএস কর্মকর্তাকে গ্রেফতার করা হলো।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ। তিনি জানান, ইতোমধ্যে সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
এদিকে একই মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা উভয়েই গত জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে কর্মরত ছিলেন। সেখানে চালানো গণহত্যায় তাদের ইন্ধন রয়েছে। গণহত্যার মামলায় তাদের আসামিও করা হয়।
এআইএম/জেবি