সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন জুলাই আগস্টে শহীদ পরিবারের সদস্যরা। এসময় তারা চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এসে তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে না পেরে তারা বিক্ষোভ মিছিল করেন। 


বিজ্ঞাপন


এ সময় তারা অভিযোগ করে বলেন, শহীদ হওয়ার ঘটনায় বিচার হচ্ছে না। অনেক শহীদের কবর ভেঙে চুরমার করে দিচ্ছে। ভয়ে আতঙ্কে তাদেরকে বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে। কিন্তু এসব শহীদের ঘটনায় বিচার প্রক্রিয়া খুবই বিলোম্বিত হচ্ছে। আসামিদেরকে ধরা হচ্ছে না।

তারা আরও অভিযোগ করে বলেন, আমাদের সন্তানরা শহীদ হওয়ার কারণেই আজকে তাজুল ইসলাম এত বড় চেয়ারে বসতে পেরেছেন। আজকে আমরা ওনার কাছে এসেছিলাম বিচার চাইতে। সৌজন্য সাক্ষাৎ করে কথা বলার জন্য। কিন্তু উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

শহীদ পরিবারের সদস্যরা আরও বলেন, আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। কিন্তু তিনি আমাদের সঙ্গে কেন দেখা করলেন না। বরং পুলিশ দ্বারা আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। উনি অফিসে বসে সময় পার করছেন। আমরা খবর পাঠিয়েছি। তারপরেও আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। 

এ বিষয়ে কোনো স্মারকলিপি দিয়েছেন কি না জানতে চাইলে তারা বলেন, আমরা স্মারকলিপি দিইনি। কিন্তু শহীদ পরিবারের সদস্যরা এখানে এসেছি বিচার চাইতে। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়কে বলব দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হোক। আসামিদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।


বিজ্ঞাপন


এরপর তারা দিয়ে স্লোগান দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে বিদায় নেন। এ সময় অনেক পুলিশ আইন-শৃঙ্খলা সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

উল্লেখ্য, জুলাই আগস্ট এ ছাত্র জনতার গণঅদ্ভুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের বিষয়ে এখনও কোনো প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েনি। 

এআইএম/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর