শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

নিবন্ধন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।


বিজ্ঞাপন


আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় আদালতে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান। আজকের এই রায়ের ফলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরে পেল বলে জানান দলটির আইনজীবীরা।

২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করে ইসি। তবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর