শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ৩৪ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৩৪ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে রয়েছেন। নবনিযুক্তদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়াল ১৯১ জন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর