শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিডিআর হত্যাকান্ড নিয়ে ছায়া সংসদে থাকবেন অ্যাটর্নি জেনারেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

বিডিআর হত্যাকান্ড নিয়ে ছায়া সংসদে থাকবেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকান্ড নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


বিতর্ক প্রতিযোগিতা শেষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

ছায়া সংসদে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে ‘ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকান্ড ঘটিয়েছে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করবে তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি।

এআইএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর