বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১০:১৪ এএম

শেয়ার করুন:

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
ফাইল ছবি

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে হাজির করে দোহার থানা ও  নবাবগঞ্জ থানার মামলায় সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।


বিজ্ঞাপন


এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে দোহার থানার মামলায় তিনদিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর