বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করতে হবে: আপিল বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষা করতে হবে: আপিল বিভাগ
ফাইল ছবি

একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি রক্ষার তাগিদ দিয়েছেন। বলেছেন, সুপ্রিম কোর্ট রক্ষা করতে হবে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি দেখতে হবে।

সোমবার (২৭ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি আত্মসমর্পণ করেন কি না, তা দেখে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আদেশ দেবেন আপিল বিভাগ।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে বলেন, মাই লর্ড! জামিন পিটিশনে কোনো টেন্ডার নম্বর ছিল না। সেই সঙ্গে এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির আপিল বিভাগের আদেশও গোপন করেন সহিদুর রহমান মুক্তির আইনজীবী।

এ সময় আপিল বিভাগ বলেন, এই প্র্যাকটিস বন্ধ করতে হবে। বিকাশে পেমেন্ট নিয়ে সিরিয়াল আগানো বন্ধ করতে হবে।

 


বিজ্ঞাপন


সাবেক মেয়র মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ 

 

আপিল বিভাগ আরও বলেন, এই আসামি এর আগেও জামিন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন, যা ধরা পড়ে ৫০ হাজার টাকা জরিমানাও দেন।

পরে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি সহিদুর রহমান মুক্তি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। কাল এখান থেকে গিয়ে টাঙ্গাইল কোর্টে আত্মসমর্পণ করবেন।

গত ২৭ আগস্ট মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার বিচারকাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন আদালত। আপিল বিভাগের নির্দেশনা গোপন করে ২০ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ থেকে সহিদুর রহমান খান মুক্তি জামিন পান। ওই আদেশ কারাগারে পৌঁছালে ২২ নভেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। গত বুধবার জামিন জালিয়াতির সংবাদ প্রচার করে একটি বেসরকারি চ্যানেল। এ ঘটনায় তোলপাড় শুরু হয় বিচারাঙ্গনে।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর