প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় বিএনপির তিন নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ২৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জামিন মঞ্জুরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জামিন পাওয়া আইনজীবীরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
বিজ্ঞাপন
এর আগে, গত ৭ নভেম্বর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। আসামিদের এ সময়ের মধ্যে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
এমএইচএম