সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে নারী আইনজীবী সমাবেশ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে নারী আইনজীবী সমাবেশ আজ
প্রতীকী ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সমাবেশ করবে নারী আইনজীবীরা। এদিন দুপুর ১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী নারী আইনজীবী মুন্নী আক্তার, শামীমা সুলতানা দীপ্তি ও আনজুম আরা মুন্নী।


বিজ্ঞাপন


আরও পড়ুন: খালেদার বিদেশ যেতে আইনি জটিলতা আছে কি?

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না- এই শর্তে চলতি বছরের ২৬ মার্চ তার মুক্তির মেয়াদ সপ্তমবারের মতো ছয় মাস বাড়ানো হয়। যা শেষ হয়েছে গত রোববার (২৪ সেপ্টেম্বর)। শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনও করা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সেদিন থেকেই কারাবন্দি হন তিনি। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয়। তবে ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করা হয়। তখন থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন। এরপর থেকে প্রতি ছয় মাস পরপর সরকার তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াচ্ছে।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর