সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনিয়রসহ আপিল বিভাগে কয়েক ধাপে তালিকাভুক্ত হলেন ৩৯১ আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

High Court
হাইকোর্ট। ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কয়েকটি ধাপে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৩৯১ জন। এদের মধ্যে ২০ জন সিনিয়র আইনজীবী হিসেবে পদ মর্যাদা পেয়েছেন।

আগে থেকেই যেসব আইনজীবীরা আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত, তাদের নতুন করে সিনিয়র পদবি দেওয়া হয়েছে। এদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মাদ দেলোয়ার হোসেন, মো. আব্দুস সোবহান, আসাদুজ্জামান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মো. অজিউল্লাহসহ ২০ জন আইনজীবী রয়েছেন।


বিজ্ঞাপন


এদিকে, সোমবার (২৫ সেপ্টেম্বর) নতুন করে আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আরও ২৫৯ জন আইনজীবী। বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

 

আরও পড়ুন

সহকারী জজ পদে চূড়ান্ত মনোনীত হলেন ১০৪ জন

সবমিলিয়ে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৩০১ জন আইনজীবী। যারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে উকালতি করার অনুমোদন পেলেন।


বিজ্ঞাপন


 

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় পৃথক এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরাও ওই সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিনিয়র হিসেবে তালিকাভুক্ত হওয়া সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. অজি উল্লাহ ঢাকা মেইলকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি সিনিয়র হিসেবে অনুমোদন পেলাম। আমার কাছে মনে হয়েছে, যারা নিয়মিত কোর্ট প্র্যাকটিস করেন, তাদের মধ্য থেকেই এবার সিনিয়র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গতবারের তুলনায় এবার যারা তালিকাভুক্ত হলেন, তাদের বেশিরভাগই আদালতমুখী।’

সিনিয়রসহ আপিল বিভাগে কয়েক ধাপে তালিকাভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১, তালিকা-২, তালিকা-৩

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমোদন পাওয়ার পর আপিল বিভাগে তালিকাভুক্ত হতে কয়েকটি ধাপ পার করতে হয় আইনজীবীদের। আর এই ধাপগুলো যাচাই-বাছাই করেন সুপ্রিম কোর্টে বিচারপতিরা।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর