বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সহকারী জজ পদে চূড়ান্ত মনোনীত হলেন ১০৪ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

সহকারী জজ পদে চূড়ান্ত মনোনীত হলেন ১০৪ জন
প্রতীকী ছবি

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৬তম বিজেএস) পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে ১০৪ জন মনোনীত হয়েছেন। এর আগে তারা সাময়িকভাবে মনোনীত হয়েছিলেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়।  


বিজ্ঞাপন


এর আগে চলতি বছরের আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর নেওয়া হয় ভাইভা।

উত্তীর্ণদের স্থাস্থ্য পরীক্ষার জন্য কোথায়, কবে যেতে হবে, তা জানানো হবে পত্রিকা ও ওয়েবসাইটে।

EEE

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৬শ বিজেএস) ১০০ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। তবে বলা হয়েছিল- বিজ্ঞপ্তি অনুসারে পদসংখ্যা বাড়তে বা কমতে পেতে পারে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর