মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তালগাছ কাটায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে বরখাস্তের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

high
হাইকোর্ট (ফাইল ছবি)

গ্রামীণ সড়কের কাজ করতে গিয়ে ৩০টি তালগাছসহ বিভিন্ন প্রজাতির অন্তত ৪০টি গাছের চারা কাটার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোবাহান হাওলাদারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরখাস্তের পাশাপাশি দুজনকে দুই লাখ টাকা করে জরিমানারও আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: কর কর্মকর্তাকে অপহরণ-নির্যাতন: সহযোগীসহ চালক রিমান্ডে


বিজ্ঞাপন


এ বিষয়ে জারি করা রুল শুনানি নিষ্পত্তি করে রোববার (২৭ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ. কে. এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


 

বরখাস্তের পাশাপাশি তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়। ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিতে বলা হয়েছে। সেই টাকা দিয়ে ইউএনও সেখানে তালগাছ লাগাবেন ও তা সংরক্ষণ করবেন।

 


আদালতে চেয়ারম্যান ও ইউপি সদস্যের পক্ষে ছিলেন আইনজীবী কামরুজ্জামান কচি।

আইনজীবী কামরুজ্জামান কচি আদালতের আদেশের বিষয়ে জানিয়ে বলেন, তালগাছ নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যকে এক মাসের মধ্যে বরখাস্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়। ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিতে বলা হয়েছে। সেই টাকা দিয়ে ইউএনও সেখানে তালগাছ লাগাবেন ও তা সংরক্ষণ করবেন।

জানা যায়, গত মে মাসে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এক্সকাভেটর দিয়ে অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়। তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর। তালগাছের পাশাপাশি সড়কটিতে বন বিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারাও উপড়ে ফেলা হয়।

আরও পড়ুন: ২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার দাবি

বিষয়টি একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় নজরে এলে ৭ মে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ দুই জনপ্রতিনিধিকে তলব করেন। সেই রুলের শুনানি শেষে আদালত আজ চেয়ারম্যানসহ দুইজনকে বরখাস্তের আদেশ দেন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর