বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

Press Conference
আয়োজিত সংবাদ সম্মেলনের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

‘বিচারপতি শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দাবি মানা না হলে কর্মসূচি ঘোষণার আল্টিমেটামও দিয়েছেন তারা।

রোববার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির কাছে এই দাবি জানায় বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিচারপতিদের বক্তব্য বিচারপতি হিসেবে নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণত কোনো রাজনৈতিক কর্মী যে ভাষায় তার দলীয় বক্তব্য প্রদান করেন, অনেক মাননীয় বিচারপতির বক্তব্যে তেমন একজন রাজনীতিবিদের বক্তব্যের প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তাদের এই বক্তব্য কোনো বিচারেই বিচারক সুলভ নয়। যারা মানসিকভাবে নিজেদের রাজনীতিবিদ বলে বিবেচনা করেন সেই সমস্ত বিচারকদের মাধ্যমে অতীতে কতটুকু ন্যায়বিচার সম্পন্ন হয়েছে, তা সহজেই অনুমেয়। ভবিষ্যতেও তারা বিচারিক কার্য পরিচালনা করলে কি ধরণের বিচার করবেন তা বলাই বাহুল্য। এ ক্ষেত্রে আমরা মনে করি, সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে মাননীয় প্রধান বিচারপতি মুখ্য ভূমিকা পালন করতে পারেন। 

 

আরও পড়ুন

খালেদার মামলায় নথি দেখে দুদকের সাক্ষ্য নেওয়া বন্ধে আবেদন

এর আগে চলতি মাসে আয়োজিত এক আলোচনা সভায় ‘বিচারপতি শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী বলেন, ‘এ সংবিধান হলো আমাদের সর্বোচ্চ রাজনৈতিক দলিল। বঙ্গবন্ধুর যে রাষ্ট্র-দর্শন, রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন—সব দর্শনের প্রতিফলন ঘটেছে এই সংবিধানে।’

 

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই দুই বিচারপতির পদত্যাগ চেয়ে আন্দোলন করেন সরকারবিরোধী আইনজীবীরা।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর