আর্থিক দুরাবস্থার কারণে অনেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়তে পারেন না। চাকরি খোঁজেন হন্যে হয়ে। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে প্রথম শ্রেণির কিংবা দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি মেলে না। যদিও সামরিক বাহিনীতে উচ্চ মাধ্যমিকে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেয়া যায়। কিন্তু সেজন্য বিএমএ লং করো করে স্নাতক হতে হয়। জেনে নিন উচ্চ মাধ্যমিক পাশের পর কী কী পদে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন।
কমিশন্ড অফিসার
বিজ্ঞাপন
উচ্চ মাধ্যমিক পাশের পর সামরিক বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেয়া যায়। বাংলাদেশ আর্মি, নেভি, এয়ার ফোর্স এবং বিমান বাহিনী উচ্চ মাধ্যমিক সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের নিয়োগ দেন। পরে তাদের তিন বছরের লং কোর্স করিয়ে স্নাতক উত্তীর্ণ করে কমিশন দেয়া হয়।
পুলিশ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ পেতে পারেন। এজন্য নির্ধারিত উচ্চতা ও শারীরিক সক্ষমতা জরুরি।
সেনা সদস্য
বিজ্ঞাপন
পুলিশের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেনাবাহিনীতে সেনা সদস্য হিসেবে নিয়োগ পেতে পারেন। এজন্য নির্ধারিত উচ্চতা ও শারীরিক সক্ষমতা জরুরি।
বিজিবি
উচ্চ মাধ্যমিক পাশ করেও বর্ডার গার্ড অব বাংলাদেশে জওয়ান হিসেবে যোগ দেয়ার সুযোগ আছে। যদিও মাধ্যমিক পাশেই এই সুযোগ মেলে।
বিমান সদস্য
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে বিমান বাহিনীতে বিমান সদস্য হিসেবে যোগ দিতে পারেন। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এসএসসি।
আনসার ভিডিপি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আনসার ভিডিপিতে আনসার সদস্য হিসেবে যোগ দিতে পারেন। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এসএসসি।
অন্যান্য সরকারি চাকরি
বিভিন্ন বাহিনীতে চাকরি ছাড়াও উচ্চ মাধ্যমিক পাশের পর আরও যেসব চাকরি মেলে তার তালিকা নিম্নরূপ:
>অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬-৯৩০০-এইচ.এস.সি বা সমমান পাশ।
>হিসাব সহকারী-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
>গুদাম রক্ষক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ। কোন প্রতিষ্ঠানে ১৪ গ্রেড।
>মোটর গাড়ী চালক-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
>সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
>অনুষ্ঠান সচিব-১৪-১০২০০-এইচ.এস.সি বা সমমান।
>রেডিও টেকনিশিয়ান-১৪-১০২০০-বিজ্ঞানে এইচ.এস.সি বা সমমান।
>স্টুডিও এক্সিকিউটিভ-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
>রীগার-১৫-৯৭০০-বিজ্ঞানে এস.এস.সি।
>টেলিফোন অপারেটর-১৬-৯৩০০- এইচ.এস.সি পাশ।
>ইলেকট্রিশিয়ান-১৬-৯৩০০-এস.এস.সি বা সমমান পাশ।
>ডাটা এন্ট্রি অপারেটর-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
>সহকারী মৌলভী-১৫-৯৭০০-এইচ.এস.সি পাশ।
>ল্যাব সহকারী-১৩-১১০০০-এইচ.এস.সি পাশ।
>লাইব্রেরি সহকারী-১৬-৯৩০০-উচ্চ মাধ্যমিক পাশ।
>পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪-১০২০০-উচ্চ মাধ্যমিক পাশ।
>সেলস্যম্যান-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
>ক্যাশিয়ার-১৪-১০২০০-এইচএসসি বা সমমান পাশ।
>টেলিফোন অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশ ও টিএন্ডটি বোর্ড হইতে সার্টিফিকেট।
>কন্ট্রোল অপারেটর-১৬-৯৩০০-উচ্চমাধ্যমিক পাশসহ কম্পিউটারে অভিজ্ঞতা।
উপরের পদগুলো ছাড়াও বিভিন্ন দপ্তরে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করা শিক্ষার্থীরা নিয়োগ পেতে পারেন।
এজেড

